লিটনের খেলা নিয়ে অনিশ্চয়তা
প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি শেষে এশিয়া কাপ খেলতে এখন শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল। যদিও দলের সাথে যেতে পারেননি ওপেনার লিটন দাস। শারীরিক অসুস্থতার কারণে যাওয়া হয়নি তার। আজ সোমবার (২৮ আগস্ট) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল লিটনের। তবে জ্বর না কমায় এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তার সার্ভিস পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।
আর দুদিন পরই ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হবে বাংলাদেশের। এর আগে লিটনকে নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। জ্বর না কমায় এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি লিটন। কবে নাগাদ যোগ দেবেন তিনি, সেই ব্যাপারেও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি।
তবে গুঞ্জন রয়েছে, যদি লিটন না যেতে পারেন তবে সেক্ষেত্রে তার বিকল্প হিসেবে অন্য কাউকে পাঠাতে পারে বোর্ড। যেহেতু প্রথম ম্যাচের আগে সময় কম, তাই জ্বর থেকে সেরে ওঠার পর কতটা ম্যাচ খেলার জন্য ফিট থাকেন লিটন, সেটাও একটা বিষয়।
ক্রিকেটপাড়ায় গুঞ্জন রয়েছে পুরোপুরি সুস্থ না হলে লিটনের জায়গায় ব্যাটার সাইফ হাসানকে পাঠাতে পারে বিসিবি। তবে সেই পথে হাঁটবে কি না বিসিবি সেটাও দেখার বিষয়। কারণ দলে ওপেনার হিসেবে আরও আছেন তানজিদ তামিম-নাঈম শেখ। তাদের দিয়ে ওপেন করালেও অবাক হওয়ার কিছুই থাকবে না। যদিও লিটনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি টিম ম্যানেজমেন্ট।