ম্যাচ না খেলেই সেমিতে বাংলাদেশের নারীরা
হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যাচে মাঠে গড়ায়নি একটি বলও। এতে অবশ্য লাভই হয়েছে জ্যোতি-ফারজানাদের। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেই মাঠ ছিল খেলার অনুপযুক্ত।
এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টের কোয়ার্টার ফাইনালে আজ হংকংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। চীনের হাংজুতে স্থানীয় সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও প্রবল বর্ষণে মাঠে গড়ায়নি একটি বলও। ফলে, আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার ভিত্তিতে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।
আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। আগামী ২৪ সেপ্টেম্বর সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলার নারীরা। কিন্তু, সেমিফাইনালেও বৃষ্টি হলে বাংলাদেশের কপাল পুড়বে। কারণ, র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান চতুর্থ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরের ধাপে উঠবে।
তাই, আজ খেলা না হলেও জ্যোতিরা নিশ্চয়ই চাইবে সেমিফাইনালে যেন বৃষ্টি না নামে। কারণ, ভারতের এই দলের বিপক্ষে বাংলাদেশের নারীরা চলতি বছর ঘরের মাঠে সর্বশেষ সিরিজে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছিলেন।
আগেরদিন বৃহস্পতিবার বৃষ্টির কারণে ভেস্তে যায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পুরুষ দলের এ ম্যাচ অবশ্য একাধিকবার বৃষ্টি বাধার পরেও কিছু সময়ের জন্য মাঠে গড়িয়েছিল।