কুমিল্লার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ঢাকা।
চলতি আসরের উদ্বোধনী ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছিল কুমিল্লা ও ঢাকা। বর্তমান চ্যাম্পিয়নদের পাঁচ উইকেটে হারিয়েছিল নবাগত দল ঢাকা। আসরে তাদের একমাত্র জয় সেটিই। কুমিল্লার সামনে আজ তাই একপ্রকার প্রতিশোধের সুযোগ।
পয়েন্ট টেবিলে কুমিল্লা আছে তৃতীয় স্থানে। ছয় ম্যাচ খেলে চারটিতে জিতেছে লিটন দাসের দল। আজ জিতে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ আছে তাদের সামনে। অন্যদিকে, সাত ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে ঢাকার বিদায় প্রায় নিশ্চিত। তাদের লক্ষ্য কেবল জয়ে ফেরা।