বিপিএল নিয়ে যা জানালেন বিসিবি সভাপতি
সময় ঘনিয়ে আসছে বিপিএলের। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া এই টুর্নামেন্ট ঘিরে দর্শকের আগ্রহের কমতি নেই। দর্শকের যেমন আগ্রহ, তেমনি বিসিবির হন্য চ্যালেঞ্জ। বিসিবির নতুন কমিটি দায়িত্ব নিয়েছে মাত্র কিছুদিন। তাদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানেন সেটি। তাই, দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে সংশ্লিষ্টরা। মিরপুরে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই জানান, কতটুকু চলছে কাজ।
আমিনুল ইসলাম বলেন, ‘বিপিএলে আমরা ২৮ তারিখের জন্য অপেক্ষা করছি। আমাদের ঘরোয়া যে প্রিপারেশনগুলা আছে, আমাদের সদস্য সচিব মিঠু ভাই এবং আমাদের পুরো টিম দিনরাত কাজ করছে। তারা চেষ্টা করছে। আপনারা জানেন, আগে মাহবুব ভাই (মাহবুব নাম) ছিলেন, এখন তিনি নাই। তিনি কিছু কাজ করে গিয়েছেন, এখন তিনি অ্যাভেইলবেল নেই। সেই জায়গাটায় আমরা কিছুটা পিছিয়ে গেছি। চেষ্টা করছি সেগুলো পূরণ করার।’
বিপিএলের শুরু থেকে টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন মাহবুব আনাম। সর্বশেষ বিপিএলের গভর্নিং কমিটির চেয়ারম্যানও ছিলেন। নতুন কমিটিতে তিনি নেই। বিসিবির জন্য এটি তাই চ্যালেঞ্জ বটে। বুলবুলের বোর্ড সেটি উৎরাতে কাজ করছেন।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পুরোনো বিতর্ক মাড়িয়ে এবার নতুনভাবে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও স্বল্প সময়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজন নিয়ে নানা শঙ্কা রয়েছে। সেসব দূর করতে কাজও করছে বিসিবি। গুছিয়ে এনেছে অনেক কিছু। আগামী আসরে বাড়ছে প্রাইজমানি।
বিপিএলের প্রাইজমানি বাড়ার কথা জানিয়ে সম্প্রতি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছিলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোকে আকর্ষণ করার জন্য বেশ কিছু রেভেনিউ শেয়ারিং মডেল নিয়ে এসেছি। আমাদের প্রাইজমানিতে এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা, রানার্স আপ দল পাবে ১ কোটি ৭৫ লাখ।’
বিশ্বের বিভিন্ন লিগে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে রেভিনিউ শেয়ার করে বোর্ডগুলো। অনেকদিন ধরেই বিপিএলের দলগুলো এই দাবি জানিয়ে আসছে। কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। এবার বিসিবি সেই উদ্যোগ নিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক