সরফরাজের স্বপ্নপূরণে অশ্রুসিক্ত বাবা নওশাদ
সরফরাজ খান—ভারতীয় এই ক্রিকেটারের ক্রিকেটের প্রতি প্রেম সেই ছেলেবেলা থেকেই। বাবা নওশাদ খানের হাত ধরে ক্রিকেটের সঙ্গে পরিচয় তার। বরাবরই বাবার সমর্থন পেয়েছেন। শত বাধা বিপত্তি পেরিয়ে ভারতীয় দলে ছেলের টেস্ট অভিষেকে আবেগ ধরে রাখতে পারলেন না নওশাদ খান। স্বপ্ন পূরণের পর বাবা-ছেলের আবেগঘন সেই মুহূর্তের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজকোট টেস্টের প্রথম দিনে সরফরাজ খান তার মর্যাদার টেস্ট ক্যাপ পেয়েছেন কিংবদন্তি অনিল কুম্বলের কাছ থেকে। ক্যাপ পেয়ে প্রথমেই বাবার কাছে যান সরফরাজ। তাকে ক্যাপ দেখানোর পর আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। বোঝাই যাচ্ছিল, এত বছরের অপেক্ষার অবসানের পরে আর নিজেকে ধরে রাখতে পারছিলেন না বাবা-ছেলের কেউই।
২০০৯ সালে তার যাত্রা শুরু। মাত্র ১২ বছর বয়সে হ্যারিস শিল্ড আন্তঃস্কুল টুর্নামেন্টে ৪৩৯ রানের ইনিংস খেলে ভারত জুড়ে আলোড়ন তোলেন সরফরাজ। এরপর ২০১৪ থেকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসছেন এই তরুণ। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত তার ব্যাটিং পরিসংখ্যান দেখলেও অবিশ্বাস্য মনে হবে। প্রথম শ্রেণির ৬৬ ইনিংসে প্রায় তার রান ৩৯১২। রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ১১টি ফিফটি। গড় ৬৯.৮৫, যা ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। এমন পারফর্ম্যান্স করার পরও জাতীয় দলের দরজা খোলেনি তার জন্য। যে কারণে ভারত জুড়ে বয়ে গেছে সমালোচনার ঝড়। অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে ডাক পেলেন দলে।