ফের এলোমেলো ঢাকা, আটকে গেল অল্পতে
টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত আগেই। দুর্দান্ত ঢাকার ম্যাচগুলো এখন স্রেফ নিয়মরক্ষার। এই নিয়মরক্ষার ম্যাচগুলোতে তাদের প্রত্যাশা শেষটা অন্তত জয়ে রাঙানোর। সেই আশায় আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে তাসকিন আহমেদের দল। কিন্তু আগে ব্যাট করতে নেমে সেই নড়বড়ে অবস্থানে দলটি। সাগরিকার ব্যাটিং স্বর্গেও ব্যাটারদের ব্যর্থতায় খুলনাকে ১২৯ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি ঢাকা।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই নাঈম শেখকে হারায় ঢাকা। দলীয় ১৮ রানে এলবির ফাঁদে পড়ে ৫ রান করে বিদায় নেন নাঈম।
ওয়ানডাউনে নামা সাইফ হাসানও টিকতে পারেননি। তিনি বিদায় নেন গোল্ডেন ডাকে। জোড়া ধাক্কার পর বাকি পথ শুধু হতাশাই দেখেছে ঢাকা।
দলের কোনো ব্যাটার ৩০ এর ঘরে যেতে পারেননি। সর্বোচ্চ রান করেছেন সৈকত। তাও মাত্র ২৬ রান। এমন ব্যর্থতায় নির্ধারিত ওভারে ১২৮ রান সংগ্রহ করে ঢাকা।
এবারের বিপিএলে সবচেয়ে নড়বড়ে ঢাকা। অথচ শুরুটা তাদের ছিল দারুণ জয়ে। কিন্তু এরপর থেকেই দিশেহারা। বাকি ৯ ম্যাচে মেলেনি একটিও জয়। টানা ৯ হারের তেঁতো স্বাদ নিয়ে আসর থেকে ছিটকে গেছে তারা। ১০ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানীতে রয়েছে তারা।
অন্যদিকে খুলনাও টুর্নামেন্ট শুরু করে দারুণ জয়। প্রথম চার ম্যাচেই ছিল জয়ের ছন্দে। এরপর টানা পাঁচটিতে হারে। মোট ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে খুলনা। আজ ঢাকাকে হারিয়ে তারাও ফিরতে চায় জয়ের ছন্দে।