বিপিএলের প্লে-অফে গেল যারা
দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্ব। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে সাতটি দল নিয়ে শুরু হওয়া দশম আসরের গ্রুপ পর্ব। আর একটি ম্যাচ বাকি থাকলেও ইতোমধ্যে নিশ্চিত হয়েছে কারা কারা গিয়েছেন প্লে-অফে। তিন দল নিজেদের জায়গা আগেই পোক্ত করেছিল। তাদের সঙ্গে যোগ দিল শেষ দল।
গ্রুপ পর্বে সবগুলো ১২টি করে ম্যাচ খেলেছে। ১২ ম্যাচ শেষে প্লে-অফে প্রথম দুটি জায়গা নিজেদের করে নিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে রংপুর। আট জয়ে কুমিল্লার পয়েন্ট ১৬। দলটি আছে দুইয়ে।
তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সাত জয়ে তাদের পয়েন্ট ১৪। চতুর্থ দল হিসেবে কারা উঠবে পরের পর্বে, সেটি নিয়ে চলছিল হিসাব-নিকাশ। শেষ ম্যাচের আগে ১১ ম্যাচ পর ছয় জয়ে তামিম ইকবালের বরিশালের পয়েন্ট ছিল ১২। তারা ছিল চারে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্সের অবস্থান পঞ্চম। রানরেটে এগিয়ে থাকায় বরিশালের সম্ভাবনাই বেশি ছিল।
সম্ভাবনাই সত্যি হয়েছে। নিজেদের শেষ ম্যাচে তামিমের দারুণ ফিফটিতে কুমিল্লাকে ছয় উইকেটে হারিয়েছে বরিশাল। এতে কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফ নিশ্চিত হয়েছে দলটির। ১২ ম্যাচে সাত জয়ে তাদেরও পয়েন্ট ১৪। জয়ের সঙ্গে রান রেটেও এগিয়ে তামিমের দল। তাই, চট্টগ্রামকে চার নম্বরে ঠেলে দিয়ে তৃতীয় হয়ে সুপার ফোরের লড়াই লড়বে বরিশাল।
প্লে-অফের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের প্রথম দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। জিতলে সরাসরি ফাইনাল। হারলে সুযোগ থাকবে আরেকটি ম্যাচ খেলার। তৃতীয় ও চতুর্থ দল অংশ নেবে এলিমিনেটর ম্যাচে। হারলে বাদ, জিতলে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল খেলবে ফাইনাল। ফাইনাল হবে আগামী ১ মার্চ।