চেন্নাইয়ের অনুরোধে ছুটি বাড়ল মুস্তাফিজের

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ থাকায় পুরো আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। আর মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাংলাদেশি তারকা। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি। পরবর্তীতে চেন্নাইয়ের অনুরোধে বাঁ-হাতি এই পেসারের ছুটি বাড়ানো হয়েছে।
গতকাল সোমবার (১৫ এপ্রিল) বিসিবির পক্ষ হতে জানানো হয় মুস্তাফিজের ছুটি বাড়ানো হয়েছে আরও এক দিন। অর্থাৎ ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষেও খেলতে পারবেন চেন্নাই সুপার কিংসের এই তারকা। তার পরেই দেশে ফিরবেন।
প্রাথমিক অনাপত্তিপত্রে মুস্তাফিজকে চলতি মাসের শেষ দিন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। তবে পর দিন ম্যাচ থাকায় চেন্নাই ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে এক দিনের ছুটি বাড়ানোর অনুরোধ করা হয় বিসিবিকে। তাতে সাড়া দিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
চট্টগ্রামে আগামী ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যা শেষ হবে ১২ মে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র যাবে বাংলাদেশ। ওই সিরিজ শুরু ২১ মে। দুই সিরিজের মাঝে সপ্তাহখানেক সময় থাকলেও, তখন আর মুস্তাফিজকে আইপিএল খেলতে ছাড়বে না বিসিবি।