শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়াসুরিয়া
বিশ্বকাপ ব্যর্থতার পরই গুঞ্জন উঠেছিল শ্রীলঙ্কা ক্রিকেটে রদবদলের। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে লঙ্কানরা। তখন থেকেই কোচ ক্রিস সিলভারউডের বিকল্প খুঁজছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। নতুন কোচ পেয়েছে তারা। দেশটির কিংবদন্তি ক্রিকেটারের হাতে দায়িত্ব তুলে দিয়েছে তারা।
শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক ওপেনার সনাৎ জয়াসুরিয়া। শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য সানডে টাইমস নিজেদের এক প্রতিবেদনে আজ রোববার (৭ জুলাই) জানিয়েছে এই খবর।
এসএলসির বরাতে সানডে টাইমস জানায়, পূর্ণ মেয়াদে কোচ পাওয়ার আগ পর্যন্ত জয়াসুরিয়ার হাতেই থাকবে দায়িত্ব। ‘মাতারা হারিকেন’-খ্যাত জয়াসুরিয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের পরামর্শক ছিলেন। এর আগে এসএলসির প্রধান নির্বাচক হিসেবেও কাজ করেছিলেন তিনি।
শ্রীলঙ্কার পরবর্তী দুটি সিরিজ ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে। ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন হাসারাঙা-শানাকারা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি তিন টেস্টের। এই দুটি সিরিজের জন্য আপাতত কোচের দায়িত্ব জয়াসুরিয়ার হাতে।