তরুণরা দেখিয়েছে কীভাবে ঐক্যবদ্ধ হতে হয় : সোহান
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে একে একে কথা বলতে শুরু করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এবার সেই দলে শামিল হলেন নুরুল হাসান সোহান। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার তার বার্তায় প্রশংসা করেন তরুণ প্রজন্মের। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) পোস্ট করেন সোহান।
তারুণ্যে শক্তি ও একতার প্রশংসা করার পাশাপাশি সোহান আহ্বান জানান, তাদের যেন বিপথগামী করা না হয়। সোহান বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কীভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদের সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে। তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিঃস্বার্থতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদের বিপথগামী করার চেষ্টা করবেন না। তাদের নষ্ট করবেন না।’
এর আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ জাতীয় দলের একাধিক তারকা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরুতে তাদের চুপ থাকা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে, এখন কথা বলছেন অনেকেই। সবারই চাওয়া, সব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘সারা দেশে কমপ্লিট শাটডাউনের’ ঘোষণার পর রাজধানীর ভেতরটা অনেকখনি ফাঁকা। ঢাকার রাজপথে গণপরিবহণ খুব একটা দেখা যায়নি। যান চলাচল খুবই সীমিত রয়েছে। তবে, রাজধানীর প্রবেশ পথগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট রয়েছে।