রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে জিততে দিল না শ্রীলঙ্কা
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠে দারুণ লড়াই উপহার দিয়েছে শ্রীলঙ্কা। রোহিত শর্মা-বিরাট কোহলিদের ফেরার ম্যাচে অল্প পুঁজি নিয়েই চমক দেখাল চারিথ আসালাঙ্কার দল। দাপুটে বোলিংয়ে জয়ের দুয়ারে থাকা ভারতকে অলরাউট করে জয় বঞ্চিত রাখল স্বাগতিকরা। রুদ্ধশ্বাস ছড়ানো ম্যাচটির নিষ্পত্তি হলো টাই দিয়ে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। ঘরের মাঠ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার (২ আগস্ট) টস জিতে ব্যাটিং বেছে নেয় লঙ্কানরা। তবে, খুব একটা সুবিধা করতে পারেননি স্বাগতিক ব্যাটাররা। ৫০ ওভারে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে শ্রীলঙ্কা জমা করে ২৩০ রান।
তবে এই রান নিয়েও দারুণ লড়াই করে ম্যাচ ধরে রেখেছে শ্রীলঙ্কা। আসালাঙ্কা-হাসারাঙ্গাদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকেও ঠিক ২৩০ রানে থামিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ফলে সিরিজের প্রথম ম্যাচে টাই নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ভারতকে।
রান তাড়ায় অবশ্য ভালোই শুরু হয় ভারতের। রোহিত ও শুভমান গিলের ওপেনিং জুটিতে আসে ৭৫ রান। ৩৫ বলে ১৬ রান করে গিল ফিরলে ভাঙে এই জুটি। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামা রোহিত মাঠ ছাড়েন হাফসেঞ্চুরি করে। তিনি ৪৭ বলে ৫৮ করে দিয়ে ড্রেসিংরুমে ফেরেন। কোহলি চারে নেমে করেন ৩২ বলে ২৪ রান।
এক পর্যায়ে ভারতের জয় স্রেফ সময়ের ব্যাপারই মনে হয়েছিল। কিন্তু শেষ দিকে আসালাঙ্কা ও হাসারাঙ্গা মিলে সেটা হতে দেননি। দুজনে মিলে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দেন ভারতকে। দুজনেই নেন সমান তিনটি উইকেট করে। ব্যাট হাতে দারুণ করা দুনিথ ভেল্লালাগে বোলিংয়েও রাখেন ছাপ। তিনিও নেন দুই উইকেট। মোট ব্যাট হাতে ৬৭ রান ও বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরাও হন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে খুব দ্রুতই ওপেনার আভিষ্কা ফার্নান্দোর উইকেট হারায় শ্রীলঙ্কা। মোহাম্মদ সিরাজের বলে মাত্র এক রান করে বিদায় নেন তিনি। কুশল মেন্ডিস বেশ সংগ্রামই করেছেন রান পেতে। ৩১ বলে ১৪ রান করে শিভাব দুবের বলে লেগবিফোর হন তিনি। তবে, একপ্রান্তে দাঁড়িয়ে দলের ভিত কিছুটা তৈরি করে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা।
নিশাঙ্কার ব্যাট থেকে আছে ৭৫ বলে ৫৬ রান। আউট হওয়ার আগে দলকে শুরুর বিপদ থেকে টেনে তোলেন তিনি। পরবর্তীতে লঙ্কানদের টেনে নেন দুনিথ ভেল্লালাগে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে তার ব্যাট থেকে। ৬৫ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন দুনিথ। যা লঙ্কানদের মোটামুটি একটা সংগ্রহ।
শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাট থেকে আসা ২৪ এবং আকিলা ধনাঞ্জয়ার ব্যাট থেকে আসা ১৭ রানও সহায়তা করেছে স্বাগতিক শ্রীলঙ্কাকে। ভারতের পক্ষে অক্ষর প্যাটেল ও অর্শ্বদীপ সিং নেন দুটি করে উইকেট।