ক্যারিয়ারের সেরা সময়ে মিরাজ
পাকিস্তান সিরিজে বাংলাদেশের চেঞ্জমেকার বলা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। দুই টেস্টের দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। প্রথম টেস্টে ৭৭ রানের পর শেষ টেস্টে তার ব্যাট থেকে আসে ৭৮ রানের ইনিংস। যে ইনিংসকে রীতিমতো প্রেরণা মেনেছেন ১৩৮ রান করা লিটন দাসও।
শুধু ব্যাট হাতে নয়, পাকিস্তানের পেস স্বর্গে স্পিন বিষে নীল করেছেন স্বাগতিক ব্যাটারদের। রাওয়ালপিন্ডিতে তুলে নিয়েছেন ফাইফারও। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে সিরিজসেরা হয়েছেন মিরাজ।
সবকিছুই প্রভাব ফেলেছে আইসিসি র্যাঙ্কিংয়ে। বিশেষত, সাদা পোশাকে ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি মিরাজের উন্নতি হয়েছে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়েও। টেস্টে ব্যাটারদের তালিকায় মিরাজ এগিয়েছেন ১০ ধাপ। ক্যারিয়ার সেরা ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৭৫ নম্বরে। বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৩ নম্বরে।
স্পিন অলরাউন্ডার মিরাজের উন্নতি হয়েছে অলরাউন্ডারের তালিকাতেও। বর্তমানে তিনি আছেন সপ্তম স্থানে। তিন ধাপ এগিয়েছেন তিনি। ২৬৩ রেটিং পয়েন্ট এবং এই অবস্থান—দুটিই টেস্ট অলরাউন্ডার হিসেবে মিরাজের ক্যারিয়ার সেরা।