চ্যাম্পিয়ন্স লিগ : বার্সা-সিটি ছাড়াও মাঠে নামছে যারা
লা লিগায় উড়তে থাকা বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা হয় হার দিয়ে। মোনাকোর বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর লা লিগায়ও হেরেছে কাতালানরা। জয়ের ধারায় ফেরার মিশনে আজ মঙ্গলবার (১ অক্টোবর) ফের মাঠে নামছে স্প্যানিশ ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আজ দিনগত রাত ১টায় মাঠে নামবে তারা, প্রতিপক্ষ ইয়ং বয়েজ।
নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজও হেরেছিল। সেই হিসেবে দুদলের সামনে আজ প্রথম জয়ের হাতছানি। প্রথম ম্যাচটি মোনাকোর মাঠে খেলা বার্সেলোনা এই ম্যাচ খেলবে ঘরের মাঠ স্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে। যা এগিয়ে রাখবে তাদের।
বার্সেলোনা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মাঠে নামছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের প্রতিপক্ষ স্লোভাকিয়ার ক্লাব স্লভেন ব্রাতিস্লাভা। ঘরের মাঠ তেহলেন পোলে সিটিকে আতিথ্য দেবে ক্লাবটি। চলতি আসরে প্রথম ম্যাচে ড্র করেছিল ম্যানসিটি, অন্যদিকে পরাজয়ের তিক্ততা পায় ব্রাতিস্লাভা।
বার্সা সিটি ছাড়াও আজ রয়েছে পিএসজি, আর্সেনাল, বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান ও ইন্টার মিলানের খেলা। এরমধ্যে আর্সেনাল ও পিএসজি লড়াইয়ে নামবে একে অপরের বিপক্ষে। ইন্টারের প্রতিপক্ষ ক্রাভেনা, এসি মিলান মোকাবিলা করবে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের। আরেক জার্মান ক্লাব গতবারের ফাইনালিস্ট ডর্টমুন্ড খেলবে সেল্টিকের সঙ্গে।