নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরা হচ্ছে না সাকিবের!
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিব আল হাসান জানিয়েছিলেন, শেষটা করতে চান দেশের মাটিতে। সেই সুযোগ তাকে হাতছানি দিয়ে ডাকছিল। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষিত হয় তাকে নিয়েই। বাংলাদেশের উদ্দেশে যুক্তরাষ্ট্র থেকে রওনাও দিয়েছেন তিনি। মাঝে দুবাইয়ে যাত্রাবিরতি। তবে, সেখান থেকেই ফিরে যেতে হচ্ছে তাকে। দেশে আসা হচ্ছে না আপাতত।
নিরাপত্তাজনিত কারণে এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবেন না বলে গণমাধ্যমকে নিজেই জানান সাকিব। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি বলেন, ‘আমার নিরাপত্তার জন্য আমাকে দেশে যেতে মানা করা হয়েছে।’
এর মানে দাঁড়ায়, দেশের মাটি থেকে অবসর নেওয়ার যে ইচ্ছে সাকিবের, সেটি পূর্ণতা পাচ্ছে না। বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না তার। সাকিবের মতো দুবাইয়ে অবস্থান করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। আইসিসির সভায় অংশ নিতে সেখানে আছেন বিসিবি প্রধান। যদিও, বোর্ডের পক্ষ থেকে সাকিবের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। দক্ষিণ আফ্রিকা সিরিজের দলও আছে অপরিবর্তিত।
সাকিব কখনও দুঃস্বপ্নেও ভেবেছিলেন, নিজ দেশে পরবাসী হবেন? যাকে মাথায় করে রাখত গোটা জাতি, যার সাত খুন একপ্রকার মাফই হয়ে যেত, সেই তিনিই বাংলাদেশের মাটিতে একটি টেস্ট খেলতে অনুরোধ জানিয়েছেন!
জুলাই অভ্যুত্থানের সময় সাকিবের নীরব থাকাটাই কাল হলো তার জন্য। যদিও, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে সেই সময় নিজের অবস্থান জানিয়েছিলেন সাকিব। তাতে অবশ্য মন ভরেনি ছাত্র-জনতার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জ্বালানো হয় বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের কুশপুত্তলিকা। এছাড়া, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বাইরে দেয়ালে স্লোগান লিখে সাকিবের বিরোধিতা করা হয়।