চাপকে জয় করার রহস্য জানালেন মিরাজ
বাংলাদেশ ক্রিকেটে দুঃসময়ে ঘুরে দাঁড়ানোর গল্পে অনেকবারই নায়ক হয়েছেন মেহেদী হাসান মিরাজ! যখনই দল চাপে পড়েছে তখনই দায়িত্ব নিয়েছেন। কখনও মাথা তুলে দাঁড়াতে পেরেছেন, কখনও পারেননি। তবে, নিজ দায়িত্ব থেকে পিছিয়ে যাননি এই অলরাউন্ডার।
এই দায়িত্বে দিনে দিনে আরও পরিণত হচ্ছেন মিরাজ। পাকিস্তান সিরিজে ইতিহাস গড়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও চাপের মুখে লড়েছেন দেশের হয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সতীর্থরা যখন একের পর এক উইকেট হারানোর মিছিলে মেতেছিলেন মিরাজ তখন আগলে রেখেছেন উইকেট। দলের হয়ে ব্যাটিংয়ে যে টুকু লড়াই করেছেন সেটা জাকেরকে করেন মিরাজই। বাকিদের ব্যাটিংয়ে শুধু হতাশার সুর।
চূড়ান্ত চাপের মুখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ৯৭ রানের ঝলমলে ইনিংস খেলেছেন মিরাজ। যেই টেস্ট দ্বিতীয় দিনই পরাজয়ের শঙ্কায় ফেলে দিয়েছিল সেই টেস্টকে তিনি নিয়েছেন চতুর্থ দিনে। বাংলাদেশকে শেষ পর্যন্ত জেতাতে না পারলেও ইনিংস ব্যবধানের পরাজয় এড়িয়েছেন মিরাজ।
এমন ম্যাচে দেশ হারের পর সংবাদ সম্মেলনে মিরাজকে প্রশ্ন, কীভাবে চাপের মুখে ভালো করেন তিনি। জবাবে, মিরাজ জানালেন চাপের মুখেই বেশি উপভোগ করেন তিনি। এমনকি ওই সময়ে ভালো করলে হিরো হওয়ার সুযোগ থাকে বলেও মনে করেন এই অফ স্পিনার।
মিরাজের ভাষায়, 'দেখুন আমি সব সময় কঠিন অবস্থা উপভোগ করার চেষ্টা করি। বেশি কিছু চিন্তা করি না। শুধু ভাবি যে আমি যদি এখান থেকে ভালো খেলি, তাহলে হিরো হওয়ার সুযোগ থাকবে।'
আজও সেই সুযোগ ছিল মিরাজের সামনে। চেয়েছিলেন দলের লিড দেড়শতে নিতে। নিজের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় খারাল লেগেছে তার, ‘একজন ব্যাটারের জন্য সেঞ্চুরি মিস করলে অবশ্যই খারাপ লাগে। আমার কাছেও অবশ্যই খারাপ লাগছে। সবচেয়ে বড় কথা আমি যে পরিকল্পনা নিয়ে খেলেছিলাম সেটা যদি পূরণ করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। আমি চেয়েছিলাম, ইনিংসটা যতদূর নিয়ে যেতে পারি। নিজের সেঞ্চুরি নিয়ে চিন্তা করিনি। আমাদের কিছু কিছু জায়গায় ভুল হচ্ছে এই জন্য আমাদের ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে। আমাদের ব্যর্থতা আমরা স্বীকার করছি।'