বাফুফে নির্বাচন
বাজেটে বিশাল ঘাটতির দায় নতুন কমিটি নেবে না : সাবেক গোলরক্ষক
চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের ভোটগ্রহণ। সভাপতিসহ মোট ২১টি পদের জন্য লড়াই করছেন ৪৬ জন প্রার্থী। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে সকালে অনুষ্ঠিত হয় বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। যেখানে তৈরি হয় বাজেট নিয়ে বিতর্ক।
নির্বাচনে সদস্য প্রার্থীদের একজন সাবেক গোলরক্ষক সাঈদ হাসান কানন। যিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন বাজেট ঘাটতি নিয়ে। এজিএমে প্রস্তাবিত আগামী বছরের বাজেট বর্জনের কথা জানান তিনি। তার মতে, বাফুফে তাদের নয়-ছয় একটি বাজেট দেখিয়েছে। যাতে ঘাটতি আছে অনেক। আর এই ঘাটতির দায় নতুনরা নেবে না বলেও জানান তিনি।
কানন বলেন, 'ফিফার অর্থসহ চার বছরের যে অডিট, সেই রিপোর্ট ছিল না। একটা কাগজে নয়-ছয় একটা হিসাব দেখানো হয়েছে। বাফুফের মতো এত বড় সংস্থার অডিট কমিটি থাকবে, তারা প্রতি বছর অডিট রিপোর্ট দেবে। খরচের পূর্ণাঙ্গ হিসাব দেবে। তা করেনি। যা দেখিয়েছে, এটা কোনো হিসাব না।'
কানন যোগ করেন, 'এক কাগজে গত বাজেটের হিসাব দেখিয়েছে। আরেকটাতে ২০২৫ সালেরটা দেখিয়েছে। গত বাজেটে ১৪ কোটি টাকার ঘাটতি ছিল। সেই টাকার দায় তো আমরা নিতে পারি না (যারা নতুন আসবে)। যারা নির্বাচিত হয়ে আসবে, নতুন কমিটি নতুন বাজেট তৈরি করবে। সেই অনুযায়ী কাজ করা হবে। এজিএমে দেখানো বাজেট আমরা বর্জন করেছি।'