আইপিএল নিয়ে খুব বেশি প্রত্যাশা নেই রিশাদের
আর এক সপ্তাহের অপেক্ষা। এরপরই আইপিএলের ১৮তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। সেই নিলামে থাকছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার। যাদের একজন লেগ স্পিনার রিশাদ হোসেন। খুব বেশি প্রত্যাশা না থাকলেও, দল পেলে ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী এই ডানহাতি বোলার।
আজ রোববার (১৭ নভেম্বর) গ্লোবাল সুপার লিগের উদ্দেশে দেশ ছাড়ার আগে মিরপুরে অনুশীলনে আইপিএল প্রসঙ্গে রিশাদ বলেন, ‘ইচ্ছা তো সবার থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনও। তাহলে কষ্ট পাব না। আমি এরকম চিন্তা করি না কখনো কিছু নিয়ে। বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না।’
রিশাদ আরও যোগ করেন, ‘নরমাল থাকার চেষ্টা করি যে সব কিছু তো আল্লাহর হাতে। দেখা যাক কী হয়। আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো দিন খারাপ দিন সবারই আসে-যায়। আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেললেও সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই এই স্পিনার। ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৩ উইকেট নিলেও বাকি দুই ম্যাচে পাননি উইকেটের দেখা। শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেললেও পাননি উইকেটের দেখা। এমতবস্থায় তার দল পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।