ক্রিকেটারদের স্বপ্ন অনেক বড় : সালাউদ্দিন
ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট এবং আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হারের পর মানসিকভাবে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সামনে মিশন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে স্বাগতিকদের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজের শুরুটা হবে টেস্ট ক্রিকেট দিয়ে।
সাম্প্রতিক ব্যর্থতার পরও ছেলেরা উজ্জীবিত বলে মনে করেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে নতুন ভূমিকায় যাত্রা শুরু হচ্ছে সালাউদ্দিনের। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় সালাউদ্দিন জানান, আগের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ। ক্রিকেটারদের স্বপ্নও অনেক বড়।
সালাউদ্দিন বলেন, ‘আমি মনে করি, আমাদের প্রস্তুতি আগের তুলনায় ভালো। আমরা কিছুটা এগিয়ে থাকব। ক্রিকেটারদের স্বপ্ন অনেক বড়। আশাকরি তাদের যেসব বাধা আছে, সেসব এই সিরিজে কাটিয়ে উঠতে পারবে। আমরা টেস্ট খেলুড়ে দেশ হিসেবে নিজেদের আরও এগিয়ে নিতে পারব। সবার ওয়ার্ক এথিক দেখে আমি সত্যিই আনন্দিত। তারা এবার একটা পার্থক্য গড়তে পারবে বলে মনে করি।’
আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৩০ নভেম্বর থেকে, কিংস্টনে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ একাদশের সঙ্গে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ।