প্রথম দিনের নিলাম শেষ, দল পেলেন যেসব ক্রিকেটার
আইপিএল নিলামের প্রথম দিনেই রেকর্ডের ছড়াছড়ি। সবাইকে অবাক করে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে যেমন দল পেয়েছেন রিশাভ পন্থ। তেমনি ডেভিড ওয়ার্নার-জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটাররা ছিলেন অবিক্রিত। বিদেশিদের তুলনায় প্রথম দিনে ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার শীর্ষে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দিন শেষে দল পেলেন যারা….
রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও বিশ মিনিট দেরিতে শুরু হয় নিলাম। প্রথম ক্রিকেটার হিসেবে দল পান আর্শদ্বীপ সিংহ। এরপর একে একে দল পান নামি-দামি সব ক্রিকেটাররা।
নিলামে যারা বাজিমাত করেছেন, তাদের মধ্যে অন্যতম ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। বাঁহাতি এই মারকুটে ব্যাটারকে রেকর্ড ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। যা আইপিএলের ১৮ বছরের ইতিহাসে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ মূল্য।
প্রথম দিনের নিলাম শেষে ১০ দলের স্কোয়াড
পাঞ্জাব কিংস
আর্শদ্বীপ সিং (ভারত)—১৮ কোটি রুপি, শ্রেয়াস আইয়ার (ভারত)— ২৬.৭৫ কোটি রুপি, যুযবেন্দ্র চাহাল (ভারত)— ১৮ কোটি রুপি, মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)— ১১ কোটি রুপি, গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)— ৪.২০ কোটি রুপি, নেহাল বাধেরা (ভারত)—৪ কোটি ২০ লাখ রুপি, হারপ্রিত ভার (ভারত)—১ কোটি ৫০ লাখ রুপি, বিষ্ণু বিনোদ (ভারত)—৯৫ লাখ রুপি, বিজয়কুমার বৈশক (ভারত)—১ কোটি ৮০ লাখ রুপি, ইয়াশ ঠাকুর (ভারত)—১ কোটি ৮০ লাখ রুপি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)— ৮.৭৫ কোটি রুপি, ফিল সল্ট (ইংল্যান্ড)— ১১.৫০ কোটি রুপি, জিতেশ শর্মা (ভারত)—১১ কোটি রুপি, জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ১২.৫০ কোটি রুপি, রাসিখ সালাম (ভারত)—৬ কোটি রুপি
চেন্নাই সুপার কিংস
ডেভন কনওয়ে ( নিউজিল্যান্ড)—৬.২৫ কোটি রুপি, রাহুল ত্রিপাঠি (ভারত) — ৩.৪০ কোটি রুপি, রাচিন রবীন্দ্র ( নিউজিল্যান্ড)—৪ কোটি রুপি, রবিচন্দ্রন অশ্বিন (ভারত) — ৯.৭৫ কোটি রুপি, সৈয়দ খলিল আহমেদ (ভারত)—৪ কোটি ৮০ লাখ রুপি, নূর আহমেদ (আফগানিস্তান)—১০ কোটি রুপি, বিজয় শঙ্কর (ভারত)—১ কোটি ২০ লাখ রুপি।
মুম্বাই ইন্ডিয়ান্স
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)—১২ কোটি ৫০ লক্ষ রুপি, নামান ধির (ভারত)—৫ কোটি ২৫ লাখ রুপি, রবিন মিঞ্জ (ভারত)—৬৫ লাখ রুপি, কর্ণ শর্মা-৫০ লাখ রুপি।
দিল্লি ক্যাপিটালস
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)—১১.৭৫ কোটি রুপি, লোকেশ রাহুল (ভারত)—১৪ কোটি রুপি, হ্যারি ব্রুক (ইংল্যান্ড)—৬.২৫ কোটি রুপি, জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক (অস্ট্রেলিয়া)— ৯ কোটি রুপি, টি নাটরাজন (ভারত)-১০ কোটি ৭৫ লাখ রুপি, করুণ নায়ার (ভারত)—৫০ লাখ রুপি, সামির রিজভী (ভারত)—৯৫ লাখ রুপি, আশুতোশ শর্মা (ভারত)—৩ কোটি ৮০ লাখ রুপি, মোহিত শর্মা (ভারত)—২ কোটি ২০ লাখ রুপি, সমীর রিজভি - ৯৫ লাখ রুপি, করুন নয়ার - ৫০ লাখ রুপি।
কলকাতা নাইট রাইডার্স
ভেঙ্কটেশ আইয়ার (ভারত)—২৩.৭৫ কোটি রুপি, কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)— ৩.৬০ কোটি রুপি, রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)— ২ কোটি রুপি, আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)—৬ কোটি ৫০ লাখ রুপি, অঙ্গকৃষ্ণ রঘুবংশী (ভারত)—৩ কোটি রুপি, বৈভব অরোরা (ভারত)—১ কোটি ৮০ লাখ রুপি,
গুজরাত টাইটান্স
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)—১০.৭৫ কোটি রুপি, জস বাটলার (ইংল্যান্ড)—১০.৭৫ কোটি রুপি, মোহাম্মদ সিরাজ (ভারত)— ১২.২৫ কোটি রুপি, প্রসিদ কৃষ্ণা (ভারত)—৯ কোটি ৫০ লাখ, নিশান্ত সিধু (ভারত) ৩০ লাখ রুপি, মহীপাল লোমরর (ভারত)—১ কোটি ৭০ লাখ রুপি, কুমার কুশাগ্রা (ভারত)—৬৫ লাখ রুপি, অনুজ রাওয়াত (ভারত)—৩০ লাখ রুপি
লখনৌ সুপার জায়ান্টস
ঋষভ পন্ত (ভারত)— ২৭ কোটি রুপি, ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)— ৭.৫০ কোটি রুপি, এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)— ২ কোটি রুপি, মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)— ৩.৪০ কোটি রুপি, আবেশ খান (ভারত)—৯ কোটি ৭৫ লাখ রুপি, আবদুল সামাদ (ভারত)—৪ কোটি ২০ লাখ রুপি, আরিয়ান জুয়েল (ভারত)—৩০ লাখ রুপি
রাজস্থান রয়্যালস
জোফরা আর্চার (ইংল্যান্ড)—১২ কোটি ৫০ লাখ রুপি, মাহিশ থিকসানা (শ্রীলঙ্কা)—৪ কোটি ৪০ লক্ষ রুপি, ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীরঙ্কা)—৫ কোটি ৫০ লক্ষ রুপি, আকাশ মাধওয়াল (ভারত)—১ কোটি ২০ লাখ রুপি, কুমার কার্তিকেয় - ৩০ লাখ রুপি।
সানরাইজার্স হায়দরাবাদ
মোহাম্মদ সামি (ভারত)—১০ কোটি রুপি, হারশাল প্যাটেল (ভারত)—৮ কোটি রুপি, ইষান কিশান (ভারত)—১১.২৫ কোটি রুপি, রাহুল চাহার (ভারত)—৩ কোটি ২০ লাখ রুপি, অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)—২ কোটি ৪০ লক্ষ রুপি, অর্থব তাইদে (ভারত)—৩০ লাখ রুপি, অভিনব মনোহর (ভারত)—৩ কোটি ২০ লাখ রুপি, সিমারজিৎ সিংহ (ভারত)—১ কোটি ৫০ লাখ রুপি, অথর্ব তাইড়ে -৩০ লাখ রুপি।
উল্লেখ্য, নিলামের দ্বিতীয় দিন দলগুলোর প্রাধান্যের ভিত্তিতে তালিকায় থাকা ১১৬-৫৭৪ নম্বর পর্যন্ত ক্রিকেটারদের নিলামে তোলা হবে। যেখানে থাকতে পারেন ১২ বাংলাদেশি ক্রিকেটারও। দেখার বিষয় দ্বিতীয় দিনে কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পান কিনা। নিলাম শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়।