সালসবুর্ককে গোলবন্যায় ভাসাল রিয়াল
চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে প্রথম ছয় ম্যাচের তিনটি হেরে বেশ চাপে ছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অবশেষে পায়ের তলায় মাটি খুঁজে পেল দলটি। রেডবুল সালসবুর্ককে গোলবন্যায় ভাসিয়ে অন্তত প্লে অফে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) দিনগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-১ গোলে জিতেছে রিয়াল। রদ্রিগোর জোড়া গোলের পর দুবার জালে বল পাঠান ভিনিসিয়াস জুনিয়র। মাঝে একটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকা রিয়ালকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ২৩তম মিনিট পর্যন্ত। ভিনিসিয়াসের দারুণ এক পাস থেকে দলকে এগিয়ে নেন রদ্রিগো। গোল পেয়ে যেন ছন্দ খুঁজে পায় রিয়াল। প্রথমার্ধের বাকি সময়ে সফরকারীদের আর কোনো সুযোগই দেয়নি লস ব্লাঙ্কোসরা।
প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও খুব বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি স্প্যানিশ ক্লাবটিকে। ম্যাচের ৩৪তম মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন রদ্রিগো। আর তার এই গোলেই ২-০ ব্যবধানে লিড নেয় দলটি। জুড বেলিংহামের অসাধারণ এক ব্যাকহিল পাসে গোল করেন এই ব্রাজিলিয়ান। এগিয়ে থেকেই বিরতিতে যায় স্প্যানিশ ক্লাবটি।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি রিয়াল। ম্যাচের ৪৮তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক জেনিস ব্লাচউইচের পা থেকে বল কেড়ে নিয়ে দলের তৃতীয় গোলটি করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এর মিনিট দশেক পরই স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়াস জুনিয়র। অসাধারণ এক শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার।
তাতেও যেন গোলের ক্ষুধা মেটেনি রিয়ালের। ম্যাচের ৭৭তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস। সব প্রতিযোগিতা মিলে ভিনিসিয়াস রিয়ালের জার্সিতে ১০১ গোল করলেন। এবার তার চোখ রোনালদো নাজারিওর রেকর্ডে। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে সর্বোচ্চ ১০৪ গোল করা ব্রাজিলিয়ান লিজেন্ডের বেশ কাছে ভিনিসিয়াস।
ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর এক গোল শোধ করে সালজবুর্গ। যদিও সেটি সান্ত্বনা ছাড়া আর কিছুই ছিল না। বড় ব্যবধানের এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে ওঠে এসেছে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল।