বিসিবির ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে নাজমুল আবেদিন
ক্রিকেট অপারেশন্স হলো জাতীয় দল পরিচালনা, পরিচর্যা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা স্ট্যান্ডিং কমিটি। জাতীয় দল পরিচালনার জন্য সেই কমিটি প্রধান থাকা জরুরি। তাই ক্রিকেট অপসের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো দেশের খ্যাতিমান কোচ, ক্রীড়া বিশ্লেষক ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে।
আজ শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয় হয়। সেই সঙ্গে তাকে করা হয়েছে নারী ক্রিকেট দলের চেয়ারম্যানও। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
বিপিএল নিয়ে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন নতুন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সেই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে সবগুলো দলের মালিকের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তও হয়েছে।
সবমিলিয়ে সাত পরিচালক পেয়েছেন ১১টি কমিটির দায়িত্ব। বোর্ড সভাপতি নিজের কাছে রেখেছেন মার্কেটিং কমিটির দায়িত্ব। পরিচালক ফাহিম সিনহা পেয়েছেন ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিকসের দায়িত্ব। আকরাম খানকে করা হয়েছে টুর্নামেন্ট ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। মাহবুব আনাম হয়েছেন এইচপির চেয়ারম্যান। সিসিডিএম-এ আগের মতোই থাকছেন সালাউদ্দিন।
ডিসিপ্লিনারি ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান- সাইফুল আলম স্বপন চৌধুরি। মেডিকেল কমিটির চেয়ারম্যান- মঞ্জুরুল আলম। তবে ফাঁকা রাখা হয়েছে সিকিউরিটি ও ওয়ার্কিং কমিটি।