টাকার জন্য হোটেল ছাড়তে পারছেন না রাজশাহীর ক্রিকেটাররা
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বারবার হতাশ করছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির গড়িমসি থেমে নেই। টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বাদ পড়েছে রাজশাহী। স্বভাবতই হোটেল ছেড়ে খেলোয়াড়রা যার যার গন্তব্যে যাবেন। কিন্তু ক্লাবটির পাঁচ বিদেশি ক্রিকেটার আজ রোববার (২ ফেব্রুয়ারি) আটকা পড়েছেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে।
রাজশাহীর পাঁচ বিদেশি ক্রিকেটার—পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিস, জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল, আফগানিস্তানের আফতাব আলম, ওয়েস্ট ইন্ডিজের মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। তাদের কেউই পাননি দেশে ফেরার বিমানের টিকিট। এমনকি ক্লাবের মালিককে কল দিলেও ধরছেন না তিনি। দল থেকে বিল পরিশোধ না করায় তারা ছাড়তে পারছেন না হোটেল।
দুই সপ্তাহ ধরে ঠিকমতো ভাতা দেওয়া হচ্ছে না ক্রিকেটারদের। কেউ কেউ ২৫ শতাংশ পেমেন্ট পেলেও বাকিরা সম্পূর্ণ শূন্য। পারিশ্রমিক বিতর্কের সুরাহা চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রীড়া উপদেষ্টা পর্যন্ত কথা বলেছেন রাজশাহীর মালিকপক্ষের সঙ্গে। তারা সমাধানের আশ্বাস কেবল মুখেই দিয়েছে।
বিপিএলে এবার নতুন নামে এসেছে রাজশাহী। নতুন ফ্র্যাঞ্চাইজিটি নামে দুর্বার হলেও কাজে তার প্রতিফলন নেই। শনিবার খুলনা টাইগার্স জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। খুলনা হারলে প্লে-অফে খেলত রাজশাহী। মেহেদী হাসান মিরাজের অসাধারণ ব্যাটিংয়ে স্বপ্নভঙ্গ হয় রাজশাহীর। তবে, মাঠের ফল ছাপিয়ে আলোচনা কিংবা সমালোচনার সবটুকু ক্লাব কর্তৃপক্ষের অপেশাদার আচরণ নিয়ে।