রোহিতকে নিয়ে সমালোচনা, যা বলছেন গম্ভীর

অধিনায়ক হিসেবে অনন্য এক কীর্তি গড়েছেন রোহিত শর্মা। ২০২৩ থেকে ২০২৫—আইসিসির সবগুলো টুর্নামেন্টের ফাইনালে ভারত উঠেছে রোহিতের নেতৃত্বেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি—ভারত খেলেছে সব আসরের ফাইনাল। অধিনায়ক হিসেবে সবগুলো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠা একমাত্র অধিনায়ক রোহিত।
এতকিছুর পরও রোহিতের সাম্প্রতিক ফর্ম নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ভারতীয় অধিনায়ক ওপেনিংয়ে একটা ঝড়ো শুরু এনে দেন দলকে। কিন্তু, নিজে খুব বড় করতে পারছেন না ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলা ওয়ানডে সিরিজে ১টি সেঞ্চুরি করার পরের ৫ ইনিংসে রোহিতের সর্বোচ্চ রান ৪১।
সাদা চোখে মনে হবে ছন্দে নেই রোহিত। তার মান অনুযায়ী দেখলে এটি অমূলক নয়। তবে, তাকে নিয়ে সমালোচনা মানতে নারাজ ভারতীয় কোচ গৌতম গম্ভীর। সমালোচনার বিপরীতে রোহিতের পাশেই দাঁড়ালেন গম্ভীর। তার মতে, ইমপ্যাক্ট রাখছে বলেই দলে আছে রোহিত।
গম্ভীর বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল সামনে। এর আগে কী বলা যায়? আপনার অধিনায়ক যদি এমন এক গতিতে ব্যাটিং করে, যা ড্রেসিংরুমে ভালো বার্তা দেয়। দল যদি নির্ভয়ে সাহসী ক্রিকেট খেলতে পারে, তাহলে বলতে হবে তার ইমপ্যাক্ট অনেক। আপনারা রান মূল্যায়ন করেন, আমরা দেখি ইমপ্যাক্ট। অধিনায়ক যদি দলকে সাহায্য করতে সবার আগে হাত বাড়ায়, এর চেয়ে ভালো কিছু হতে পারে না।’