মেসিকে পেছনে ফেলে শীর্ষে গ্রিজম্যান

লা লিগায় কীর্তির শেষ নেই লিওনেল মেসির। এই মহাতারকা যতটা আর্জেন্টিনার, প্রায় ততটাই বার্সেলোনার। বার্সার জার্সিতে খেলেছেন ৫২০টি লিগ ম্যাচ। বিদেশি ফুটবলার হিসেবে লা লিগায় সর্বোচ্চ লিগ ম্যাচ খেলার রেকর্ড এতদিন মেসির দখলেই ছিল। তাকে পেছনে ফেলে রেকর্ডটি এখন নিজের করে নিয়েছেন আঁতোয়া গ্রিজম্যান।
অ্যাথলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা গ্রিজম্যান রেকর্ডটি ভাঙেন শনিবার (২৯ মার্চ)। লা লিগায় এস্পানিওলের বিপক্ষে মাঠে নামেন এদিন। লিগে এটি তার ৫২১তম ম্যাচ। মেসির সঙ্গে এতদিন যৌথভাবে শীর্ষে থাকা গ্রিজম্যান এখন এককভাবে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি ফুটবলারে পরিণত হয়েছেন।
মেসি কেবল বার্সার হয়ে খেললেও গ্রিজম্যান খেলেছেন বেশ কয়েকটি দলের হয়ে। এর মধ্যে সর্বোচ্চ ৩০৬টি ম্যাচ খেলেছেন অ্যাথলেটিকোর জার্সিতে। রিয়াল সোসিয়েদাদের হয়ে ১৪১ এবং বার্সেলোনার জার্সিতে খেলেছেন ৭৪টি ম্যাচ।
বিদেশি ফুটবলার হিসেবে গ্রিজম্যান ও মেসির পর লা লিগায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে তিন নম্বরে আছেন ব্রাজিলের দোনাতো গামা। ৪৬৬ ম্যাচ খেলা গামা অবশ্য পরে স্পেনের নাগরিকত্ব নেন এবং দেশটির জাতীয় দলে ডাক পান।
গামার পরেই আছেন ফরাসি তারকা করিম বেনজেমা। তিনি খেলেছেন ৪৩৯ ম্যাচ। ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচ ৪৩৮ এবং ব্রাজিলের দানি আলভেজ অংশ নিয়েছিলেন ৪৩৬ ম্যাচে।