আমাকে বাদ দিলে সমস্যা নেই, হারের পর আনচেলত্তি

প্রত্যাবর্তন হলো না রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও হেরেছে আর্সেনালের কাছে। দুই লিগ মিলিয়ে ৫-১ ব্যবধানের হার এবং কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় মেনে নিতে পারছে না ভক্তরা। সমালোচনা হচ্ছে এমন ম্যাচে ঘরের মাঠে কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে। কারও মতে, তাকে বিদায় বলার সময় হয়েছে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন আনচেলত্তি। বুধবার (১৬ এপ্রিল) দিনগত রাতে তিনি জানান, তাকে যদি বিদায় করে দেওয়া হয়, এতে কোনো সমস্যা নেই। ক্লাবের সিদ্ধান্তের প্রতি সম্মান আছে। জানান, ক্লাবের প্রতি তিনি সবসময়ই কৃতজ্ঞ থাকবেন।
মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল এই কোচ বলেন, ‘কোচ পরিবর্তনের বিষয়টি পুরোপুরি ক্লাবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটা আগামীকাল হতে পারে, ১০ দিন, এক মাস অথবা এক বছরও হতে পারে। আবার আগামী মৌসুমে আমার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও হতে পারে। এতে আমি সমস্যা দেখছি না। যেদিন এই ক্লাব ছেড়ে যাব, মাদ্রিদকে ধন্যবাদ জানাব। ক্লাবের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ।’
চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়ে গেছে মাদ্রিদের। লিগ শিরোপার দৌড়েও পিছিয়ে আছে বার্সেলোনার চেয়ে। তবে, আনচেলত্তির হাতে কোপা দেল রে’র ফাইনাল বাকি। আর সামনে ক্লাব বিশ্বকাপ। যদিও বিশ্বকাপ পর্যন্ত লস ব্লাংকোদের দায়িত্বে তিনি থাকেন কি না, সেটি বড় প্রশ্ন।