এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
শাবি আলোনসোর অধীনে নতুন মৌসুমে দাপট দেখিয়ে এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় এল ক্লাসিকো জয়ের পরের ম্যাচেই ভালেন্সিয়াকেও বড় ব্যাধানে হারালো তারা। এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসও থামাতে পারেনি রিয়াল মাদ্রিদের দুর্দান্ত জয়যাত্রা। কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের অনবদ্য নৈপুণ্যে ভালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে শাবি আলোনসোর দল।
গতকাল শনিবার (১ নভেম্বর) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। ১৯তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। লিগে টানা অষ্টম ম্যাচে গোল করলেন এই ফরাসি তারকা। এরপর ৩১তম মিনিটে আর্দা গুলারের ক্রস থেকে ভলিতে চমৎকার এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি ফরোয়ার্ড।
আরও পড়ুন: উত্তেজনায় ঠাসা মৌসুমের প্রথম ক্লাসিকো রিয়াল মাদ্রিদের
এরপর ৪২তম মিনিটে আবারও পেনাল্টি পায় রিয়াল, তবে এবার ভিনিসিয়াসের নেওয়া শট ঠেকিয়ে দেন ভালেন্সিয়ার গোলরক্ষক। কিন্তু দুই মিনিট পরই ফেদরিকো ভালভার্দের পাস থেকে দুর্দান্ত এক শটে গোল করেন বেলিংহাম। এই ইংলিশ মিডফিল্ডারের টানা তৃতীয় ম্যাচে গোলের দেখো পেলেন। এতেই ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে কিছুটা ধীর গতিতে খেললেও ৮০তম মিনিটে চতুর্থ গোলটি করে রিয়াল। বদলি হিসেবে নামা রদ্রিগোর শট রক্ষাণভাগে লাগার পর বল পেয়ে দূরপাল্লার দারুণ এক শটে বল জালে জড়ান আলভারো কারেরাস।
পুরো ম্যাচে প্রায় ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে ১৯টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখে রিয়াল মাদ্রিদ। বিপরীতে ভালেন্সিয়া গোলের জন্য সেভাবে কোনো সুযোগই তৈরি করতে পারেনি। মাত্র তিনটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখে তারা।
আরও পড়ুন: রোনালদো এখনও রিয়াল মাদ্রিদের এক নম্বর তারকা : এমবাপ্পে
এই জয়ের ফলে ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানটা আরও মজবুত করলো রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারেয়ালের চেয়ে তারা ৭ পয়েন্টে এগিয়ে।

স্পোর্টস ডেস্ক