এল ক্ল্যাসিকোর আগে চিন্তা বাড়ছে আনচেলত্তির

চলতি মৌসুমে দুই দলের পারফরম্যান্স দুরকম। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে রিয়াল মাদ্রিদ, পিছিয়ে পড়েছে লিগ শিরোপার দৌড়েও। অন্যদিকে, উড়তে থাকা বার্সেলোনার সামনে সুযোগ এক দশক পর চ্যাম্পিয়ন্স লিগ জেতার। লা লিগা জয়ের ক্ষেত্রেও রিয়াল মাদ্রিদের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে কাতালানরা।
এমন অবস্থায় ক্লাব দুটি মুখোমুখি হতে চলেছে কোপা দেল রে’র ফাইনালে। স্প্যানিশ দুই জায়ান্ট মাঠে নামবে আগামী ২৬ এপ্রিল দিনগত রাতে। চলতি মৌসুমে মুখোমুখি দুই এল ক্ল্যাসিকোতেই হেরেছে রিয়াল। বিরুদ্ধ পরিস্থিতিতে লস ব্লাংকোরা পেল দুঃসংবাদ। চোটের কারণে ছিটকে গেছেন দুই তারকা ডেভিড আলবা ও এদুয়ার্দো কামাভিঙ্গা।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তির চিন্তা বেড়েছে দুজনের চোটে। লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে ৪৫ মিনিটে মাঠ ছাড়েন আলবা। বাম পায়ের মাংশপেশিতে চোট পান তিনি। তার বদলি হিসেবে নামা কামাভিঙ্গা মাঠ ছাড়তে বাধ্য হন ৮৫ মিনিটে, তার চোট কুঁচকিতে। বার্সার বিপক্ষে ফাইনালে দুজনই অনিশ্চিত। না খেলার শঙ্কাই বেশি।
এদিকে ফাইনালের আগে ইতোমধ্যে চোটে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। গত সপ্তাহে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গোঁড়ালির চোটে পড়েন এমবাপ্পে। তবে, দ্রুত ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছেন এমবাপ্পে। রিয়াল কোচ আনচেলত্তি এল ক্ল্যাসিকো ফাইনালে ফরাসি এই তারকাকে পাওয়ার আশা করছেন।