সংবর্ধনা শেষে ভুটান গেলেন দুই ফুটবলার

এএফসি নারী এশিয়ান কাপে দেশের জার্সিতে ইতিহাস গড়ে ফিরেছে ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। দেশের হয়ে দায়িত্ব পালন শেষে এবার ক্লাবের হয়ে দায়িত্ব পালন করতে দেশ ছেড়েছেন এই দুই ফুটবলার। হাতিরঝিলে এম্ফিথিয়েটারে রোববার (৬ জুলাই) রাতে সংবর্ধনা শেষে আজ সোমবার (৭ জুলাই) সকালে ভুটানেরে উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তারা। ভুটানের সময় সকাল সাড়ে দশটায় তারা সেখানে পৌঁছেছেন।
নারীদের ফুটবলে সেরাদের সেরা হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে চলেছেন ঋতুপর্ণা চাকমা। এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে ৩ ম্যাচে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
ভুটানের ক্লাব পারো এফসিতে খেলেন ঋতুপর্ণা ও মনিকা। জাতীয় দলের দায়িত্ব পালন শেষে তারা আবার ক্লাবের ক্যাম্পে যোগ দিতে গেলেন। দেশ ছাড়ার আগে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন ভক্ত-সমর্থকদের। ভুটান বাংলাদেশের নিকটবর্তী দেশ হলেও প্রতিদিন ফ্লাইট নেই সেখানে। ফ্লাইট মিস হলে ২-৩ অপেক্ষা করতে হতো।
আন্তর্জাতিক নিয়মানুযায়ী খেলা শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফেডারেশনকে ক্লাবের কাছে খেলোয়াড় পৌঁছাতে হয়। পারো এফসিও চাইছে তারা দ্রুত ফিরুক। যেকারণে ঋতুপর্ণা-মনিকাসহ সবাইকে একসাথে পেতে বাফুফে গতকাল রাতেই নারী ফুটবল দলকে সংবর্ধনা দেয়। এরপর সকালেই দেশ ছাড়েন এই দু্জন।
বাংলাদেশের ১০ জন নারী ফুটবলার ভুটান লিগে খেলেন। এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে কোচ পিটার বাটলার তাদের মধ্যে ৫ জনকে ডেকেছিলেন। এর মধ্যে ঋতুপর্ণা ও মনিকা আজ ফিরে গেলেও রুপ্না, মারিয়া, শামসুন্নাহার তাদের ক্লাব ট্রান্সপোর্ট ও থিম্পু এএফসিতে ফিরবেন আরো পাঁচদিন পর।