কোচিং প্যানেল নিয়ে ধাক্কা খেলো ব্রাজিল

ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির অধীনে নতুন রূপে ফিরছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের ডাগআউটে প্রথম দুই ম্যাচেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। ক্লাব ক্যারিয়ারের সোনালী অধ্যায় টেনে নিয়ে আসছেন ব্রাজিলেও। কিন্তু এর মধ্যে বড় একটা ধাক্কা খেলো ব্রাজিল সমর্থকরা।
আনচেলত্তির সাফল্যের পেছনের বড় একটা কারণ ধরা হয়- তার সহকারী ও ছেলে ডেভিড আনচেলত্তিকে। আনচেলত্তির ট্যাকটিক্যাল পরিবর্তনে বড় ভুমিকা রাখেন ডেভিড। যিনি রিয়াল মাদ্রিদ থেকে ছায়া হয়ে আছেন ইতালিয়ান এই কোচের। ব্রাজিল জাতীয় দলেও আনচেলত্তির সঙ্গে এসেছিলেন ডেভিড। তবে আর না, এবার বাবার ছায়া থেকে বের হয়ে একটি ক্লাবের দায়িত্ব নিচ্ছেন ডেভিড। যেটা ব্রাজিল ভক্তদের জন্য কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ।
ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, গতকাল রোববার (৬ জুন) ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ডেভিড আনচেলত্তি। খুব তাড়াতাড়ি তিনি রিও ডে জেনেইরোতে পৌঁছাবেন এবং এই সপ্তাহের মধ্যে বোটাফোগোর দায়িত্ব নিবেন।
২০১২ সাল থেকে কার্লো আনচেলিত্তর সহকারী হিসেবে কাজ করছেন ডেভিড আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ, নাপোলি, বায়ার্ন মিউনিখের মতো বড় বড় ক্লাবে আনচেলত্তির ‘ডান হাত’ হিসেবে কাজ করেছেন তিনি। এবারই প্রথম কোনো দলের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে তাকে।
প্রসঙ্গত, ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে পালমেইরাসের বিপক্ষে হারের পর চাকরিচ্যুত হন বোটাফোগোর কোচ রেনাতো পাইভা। ডেভিড আনচেলত্তি তার স্থলাভিষিক্ত হবেন। বোটাফোগোর পরবর্তী ম্যাচ ভাস্কো দ্যা গামার সঙ্গে। তবে সেই ম্যাচে ডেভিডকে দেখা যাবে না বোটাফোগোর ডাগআউটে। বর্তমানে ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ডেভিড।
উল্লেখ্য, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে ডেভিডের পূর্ণকালীন চুক্তি ছিল না। বরং তার বাবার স্টাফের অংশ হিসেবে সহযোগিতা করতেন। শুধু কার্লো আনচেলত্তিরই ‘সেলেসাও’-র সঙ্গে সরাসরি চুক্তি রয়েছে। তবে, সিবিএফের সঙ্গে তার চুক্তির বিষয়ে আলোচনা চলছিল বলে গুঞ্জন বেড়িয়েছিল।