এশিয়া কাপ
স্পিন ঘূর্ণিতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

তাসকিন আহমেদ পাথুম নিশাঙ্কাকে ফেরালেও থামছিল না শ্রীলঙ্কার রানের গতি। একপ্রান্ত আগলে রেখে আরেক ওপেনার কুশল মেন্ডিস তখনো চালাচ্ছিলেন তাণ্ডব। পাওয়ার-প্লে শেষে সেই গলার কাটাও নামিয়েছেন শেখ মেহেদি। তুলে নিয়েছেন উইকেট। দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছেও বাংলাদেশ।
অষ্টম ওভারে বোলিংয়ে এসে সাইফ হাসানের ক্যাচ বানিয়ে মেন্ডিসকে ফেরান মেহেদি। ফেরার আগে ২৫ বলে ৩৪ রান করেন তিনি। দশ ওভারে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হওয়া কামিল মিশারাকেও ফিরিয়েছেন মেহেদি। ১১ বলে ৫ রান করেন মিশারা। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা কমেছে শ্রীলঙ্কার ধার।
পাওয়ার প্লেতে ব্যর্থ বাংলাদেশ
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। দুই ওপেনার মিলে প্রথম চার ওভারে তুলে নেয় ৩৬ রান। পঞ্চম ওভারে বোলিং করতে আসেন তাসকিন। প্রথম বলেই ছক্কা হজম করেন তাসকিন। কিন্তু তাসকিনও জবাব দিয়েছেন বল হাতে। ওভারের শেষ বলে নিশাঙ্কাকে ফিরিয়েছেন সাইফ হাসানের ক্যাচ বানিয়ে। ১৫ বলে ২২ রান করে নিশাঙ্কা ফিরলে ভাঙ্গে ৩০ বলে ৪৪ রানের ওপেনিং জুটি। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৩ রান জমা করে শ্রীলঙ্কা।
যাদের নিয়ে একাদশ সাজাল বাংলাদেশ
গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে হেরেছিল লিটন দাসের দল। সেই ম্যাচ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। আর আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ হিসেব করলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচে তিন পেসার আর দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছেন কোচ ফিল সিমন্স। আফগানিস্তানের বিপক্ষে শেষদিকে ৬ বলে ১২ রানের ক্যামিও খেললেও বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তার জায়গায় একাদশে ফিরেছেন শেখ মেহেদি। লেগস্পিনার রিমাদ হোসেনের জায়গায় এসেছেন পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।