হামজার জন্মদিনে ফিফার শুভেচ্ছা

বাংলাদেশের ফুটবলকে অনায়াসে দুই ভাগে ভাগ করা যায়। হামজা চৌধুরী আসার আগে ও পরে। এক হামজা বদলে দিয়েছেন পুরো দেশের ফুটবল চিত্র। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ায় বর্তমানে তর্কাতীতভাবে সেরা ফুটবলার বিবেচনা করা হয় হামজাকে। তার কল্যাণে বাংলাদেশ ফুটবল দলের প্রতি সমীহ বাড়ছে সবার।
লেস্টার সিটির তারকা এই মিডফিল্ডারের জন্ম ১৯৯৭ সালের অক্টোবর। যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা হামজার শেকড় বাংলাদেশে। সিলেটের হবিগঞ্জের এই ছেলেকে নিয়ে বাঙালির মাতামাতি দেখেছে ফুটবল দুনিয়া। হয়ে উঠছেন অনুপ্রেরণা।
হামজার জন্মদিনে আজ ফিফাও তাই শুভেচ্ছা জানিয়েছে বাংলা ও বাঙালির কথা মাথায় রেখে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে হামজার ছবি দিয়ে ফিফা লিখেছে, ‘কোটি বাঙালির অনুপ্রেরণা। শুভ জন্মদিন।’ ছবির ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের মানচিত্র এবং সেখানে চিহ্নিত করা হবিগঞ্জ।
আগামী ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠ জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ইতোমধ্যে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। হামজা ক্যাম্পে যোগ দেবেন ৬ অক্টোবর। তার আসার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্ত-সমর্থকরা।
চলতি বছর মার্চে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত হন হামজা। অভিষেকেই কেড়ে নন সবার মন। তাকে ঘিরে নতুন করে দেশের ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে সবাই।