চমক দিয়ে এশিয়া সফরের দল ঘোষণা করল ব্রাজিল

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে গত মাসে। এই অঞ্চলের পয়েন্ট টেবিলের পঞ্চম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এখন লক্ষ্য বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়া। সেই লক্ষ্যে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। সেই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
বিশ্বকাপের আগে খুব বেশি সময় পাচ্ছেন না আনচেলত্তি। তাই প্রস্তুতি সারতে চলতি মাসে এশিয়া সফরে আসবে ব্রাজিল। আগামী ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম খেলবে সেলেসাওরা। তিনদিন পর জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তির ২৬ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। চোটের কারণে এবারও দলে নেই নেইমার জুনিয়র। একই কারণে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার, পিএসজি ডিফেন্ডার মারকিনিওস ও বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহাকেও।
বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ দুই ম্যাচে ছিলেন না রদ্রিগো আর ভিনিসিয়াস। রদ্রিগোকে ফেরানো নিয়ে আনচেলত্তি বলেন, রদ্রিগো ফিরেছে। কারণ, সে বেশি খেলার সময় না পেলেও যতবারই (মাঠে) নেমেছে, খুব ভালো করেছে। ব্রাজিলের অন্য খেলোয়াড়দের মতো তার ফিটনেসও ভালো। এই দলের জন্য সে খুব গুরুত্বপূর্ণ। কারণ, সে (আক্রমণভাগে) সব পজিশনে খেলতে পারে।
চোট কাটিয়ে লম্বা সময় পরে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এডার মিলিতাও। গত জুলাইয়ে বোটাফোগো থেকে নটিংহাম ফরেস্টে যোগ দেওয়া ইগর জেসুসও ডাক পেয়েছেন আনচেলত্তির স্কোয়াডে।
ব্রাজিল স্কোয়াড :
গোলকিপার : এডারসন (ফেনেরবাচে), বেন্তো (আল নাসর) ও হুগো সউজা (করিন্থিয়ান্স)।
ডিফেন্ডার : কার্লোস অগুস্তো (ইন্টার মিলান), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), কাইও হেনরিক (মোনাকো), ভ্যান্ডারসন (মোনাকো), ডগলাস সান্তোস (জেনিত), ফ্র্যাব্রিসিও সান্তোস (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), বেরালদো (পিএসজি) ও ওয়েসলি (রোমা)।
মিডফিল্ডার : আন্দ্রে (উলভারহ্যাম্পটন), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হোয়াও গোমেজ (উলভারহ্যাম্পটন) ও লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)।
ফরোয়ার্ড : এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর জেসুস (নটিংহাম ফরেস্ট), লুইজ হেনরিক (জেনিত), ম্যাথিয়াস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।