মেসিদের ভারত সফর নিয়ে শঙ্কা

আগামী নভেম্বর-ডিসেম্বরে ভারতে আর্জেন্টাইনদের নিয়ে মিলনমেলা বসার কথা। ডিসেম্বরে ব্যক্তিগত সফরে ভারত আসবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার আগেই অবশ্য পুরো আর্জেন্টিনা দলেরই ভারত সফর করার কথা রয়েছে। নভেম্বরের ফিফা উইন্ডোর সেই সফরেও থাকার কথা মেসির। কিন্তু সেই সফর নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে নভেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যার একটি হওয়ার কথা আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে। এরপর দ্বিতীয় ম্যাচের সূচি ছিল ভারতের জন্য। যদিও প্রতিপক্ষ এখনো অনিশ্চিত।
আলবিসেলেস্তেদের এই সফরে ভারত আনতে কোটি কোটি টাকা গুনতে হচ্ছে দেশটিকে। শুধু আর্জেন্টিনা দলই নিয়ে যাবে বাংলাদেশি টাকায় ১৮১ কোটি টাকা। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সবমিলিয়ে এই এক ম্যাচ আয়োজন করতেই ৪০০ কোটি রুপি ব্যয় হবে ভারতের। বাংলাদেশি টাকায় যা ৫৫৬ কোটি টাকা।
কিন্তু সেই সফরও এখন অনিশ্চিত। ভারতের পরিবর্তে নভেম্বর উইন্ডোর দ্বিতীয় ম্যাচটি আফ্রিকায় খেলতে পারে আর্জেন্টিনা। সেখানে প্রতিপক্ষ হতে পারে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরোক্কো।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, নভেম্বর উইন্ডোর দ্বিতীয় ম্যাচটির সূচিতে পরিবর্তন আনতে পারে আর্জেন্টিনা। ম্যাচটি ভারত থেকে সরিয়ে নেওয়া হতে পারে আফ্রিকায়।
নভেম্বর উইন্ডোতে আর্জেন্টিনা জাতীয় দল না এলেও ডিসেম্বর উইন্ডোতে মেসির ভারত সফর নিয়ে কোনো শঙ্কা নেই। অর্থাৎ ডিসেম্বর মাসে মেসি ভারত সফরে আসছেন।
এর আগেও একবার ভারত সফরে এসেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ২০১১ সালে ভারতের মাটিতে খেলেছিল আলবিসেলেস্তেরা। এরপর দীর্ঘ এক যুগের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছিলো এবার। তবে সেটিও এখন অনিশ্চিত।