২০২৬ বিশ্বকাপ ড্র অনুষ্ঠান বয়কট করবে ইরান
আগামী সপ্তাহে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশ নেবে না ইরান। দেশটির প্রতিনিধি দলের একাধিক সদস্যকে যুক্তরাষ্ট্র ভিসা দিতে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে ইরানি ফুটবল ফেডারেশন। খবর বার্তা সংস্থা এএফপির।
ফেডারেশনের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি, এই সিদ্ধান্তের (ভিসা প্রত্যাখ্যানের) সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। ইরানি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দেবেন না।’
আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ইরানের অভিযোগ, ফেডারেশনের সভাপতি ও নির্বাহী পরিচালকসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে মার্কিন কর্তৃপক্ষ।
ইরান ফুটবল ফেডারেশন জোর দিয়ে বলছে, যদি তাদের পুরো প্রতিনিধিদলকে উপস্থিত থাকার অনুমতি না দেওয়া হয়, তবে দেশটি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বর্জন করবে। এই ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনারই ফল বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

এনটিভি অনলাইন ডেস্ক