বিজয়-মোসাদ্দেকদের বাদ দেওয়ার ব্যাখ্যা দিল বিসিবি
বিপিএল নিলামের আগে দেশের ক্রিকেট পাড়ায় ‘টক অব দ্যা টেবিল’ নিলাম তালিকা থেকে বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দেওয়া। এর মধ্যে বর্তমানে জাতীয় দলের কাছাকাছি থাকা দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন।
গতকাল শনিবার বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেই দেখা যায় নাম নেই এই ক্রিকেটারদের। প্রথমে তাদের বাদ দেওয়া নিয়ে বিসিবির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছিল, গত বিপিএলে ফিক্সিং ইস্যুর কারণেই বাদ পড়েছেন তারা।
এবার তাদের বাদ দেওয়ার ব্যাখ্যা দিয়েছে বিসিবি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘নিলামের আগে বিসিবি দুর্নীতির সব অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। ১২তম মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে লিগের সুরক্ষা আরও জোরদার করতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে গভর্নিং কাউন্সিল ইন্টেগ্রিটি ইউনিটের চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে। সেই পরামর্শের ভিত্তিতে কয়েকজন ব্যক্তিকে (যার মধ্যে খেলোয়াড়ও রয়েছেন) বিপিএলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।’
বাদ পড়া এই ক্রিকেটাররা বিপিএলে অংশ না নিতে পারলেও অন্য টুর্নামেন্টগুলো খেলতে পারবেন। বিসিবি জানিয়েছে, ‘তাদের শুধুমাত্র বিপিএল থেকে বিরত রাখা হয়েছে। তদন্ত প্রক্রিয়ার ন্যায্যতা বজায় রাখা এবং লিগের সততা রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বিসিবির অধীনে পরিচালিত অন্য কোনো ঘরোয়া প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য নয়।’
তদন্ত চলমান থাকা অবস্থায় কাউকে নিয়ে মন্তব্য না করার কথা জানিয়ে বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে জনমনে আগ্রহ আছে জানি। তবে ইন্টেগ্রিটি ইউনিটের অধীনে কোনো পর্যালোচনা বা তদন্ত চলমান থাকাবস্থায় সংশ্লিষ্ট কাউকে নিয়ে মন্তব্য করা উচিত নয়।’
এর আগে গতকাল দেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিসিবি। যেখানে বাদ পড়েন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলামরা।

স্পোর্টস ডেস্ক