নতুন চমক নিয়ে আসছে নোয়াখালী এক্সপ্রেস
বিপিএলের নবাগত দল হিসেবে আলোচনায় নোয়াখালী এক্সপ্রেস। তবে, নিলামে এখন পর্যন্ত সবচেয়ে কম টাকা খরচ করেছে দলটি। নিলামে খরচ না করলেও চমকের ইঙ্গিত দিয়ে রেখেছে তারা। বিশেষত, বিদেশি ক্রিকেটার কেনার ক্ষেত্রে বড় নামের দিকেই নজর নোয়াখালীর।
আজ সোমবার (১ ডিসেম্বর) নিজেদের ফেসুবক পেজে নোয়াখালী জানিয়েছে, আসন্ন বিপিএলের জন্য জিমি নিসামকে দলে ভেড়াতে চলেছে নোয়াখালী এক্সপ্রেস। নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ জনপ্রিয় নাম।
নবাগত দলটি সরাসরি সাইনিংয়ে কিনেছে জাতীয় দলের দুই তারকা হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে। বিদেশিদের মধ্যে জনসন চার্লস ও কুশল মেন্ডিসকে কিনেছে তারা।
দল মোটামুটি গোছানো শেষে কৌতূহল তৈরি হয়েছে কে হবেন নোয়াখালীর অধিনায়ক। সরাসরি না বললেও সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন সুজন।
নিলাম শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘আমি চাই যে সৌম্য ক্যাপ্টেন্সি করুক। যদি ও করতে চায়। কারণ অনেক সময় প্লেয়াররা করতে চায় না, বাড়তি একটা প্রেসার নিতে চায় না। যদি করতে চায় তাহলে আমি সৌম্য’র কথা চিন্তা করি।’
দীর্ঘ এক যুগ পর বিপিএলে অনুষ্ঠিত হয়েছে নিলাম। নিলামে নোয়াখালী এক্সপ্রেস খরচ করেছে প্রায় ৩ কোটি ১১ লাখ টাকা।
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড
সরাসরি চুক্তি : সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও কুশল মেন্ডিস (পাকিস্তান)।
নিলাম থেকে দেশি : মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ আবু হাসিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী।
নিলাম থেকে বিদেশি : ইহসানুল্লাহ খান (আফগানিস্তান), হায়দার আলী (পাকিস্তান)।

স্পোর্টস ডেস্ক