শিল্পকলা আজ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘গুনাই বিবি’

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) পলাশ নরসিংদীর যাত্রাদল ‘নিউ রাজমহল অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘গুনাই বিবি’। যাত্রাপালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন খোরশেদ আলম গাজী।বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন করা হবে।গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে ‘জীবন...