সামুরাই রোবট
সামুরাই মানেই নিখুঁতভাবে তলোয়ার চালাতে পারদর্শী যিনি। কঠোর অনুশীলনের মাধ্যমে যোদ্ধা হিসেবে নিজেদের তৈরি করেন একজন সামুরাই। জাপানে সামুরাইদের বেশ কদর রয়েছে। এখন মানুষ সামুরাইয়ের পাশাপাশি রোবট সামুরাইকেও দেখা যাচ্ছে।
রোবট নির্মাতা জাপানি প্রতিষ্ঠান ইয়াসকাওয়া ইলেকট্রনিক করপোরেশন এমনই এক রোবট নিয়ে এসেছে- যা মানুষ সামুরাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এ খবর জানিয়েছে ম্যাশেবল।
ইয়াসকাওয়া বুশিদো প্রজেক্ট নামের একটি ভিডিও সম্প্রতি ইউটিউবে ছাড়া হয়েছে। সেখানে দেখানো হয়েছে একজন সামুরাইকে অনুকরণ করে কীভাবে রোবটটি নিখুঁতভাবে তলোয়ার চালাতে পারে।
মোটোম্যান-এমএইচ২৪ নামের রোবটটি অনুকরণ করে মাস্টার সোর্ডম্যান ইসারও মাচিকে (Isao Machii)। মাচি তার তরবারি দিয়ে তিনটি ‘কাট’ দেখায়। রোবটটি নিখুঁতভাবে একই কাটগুলো দেয়।
তবে শেষে গিয়ে মানুষ সামুরাই মাচি বেশ ক্লান্ত এবং বিধ্বস্ত ছিল। কিন্তু সামুরাই রোবটের কোনো ক্লান্তি ছিল না। মানুষ ও যন্ত্রের মধ্যে এটাই হয়তো ফারাক। হাজার কাজ করলেও যন্ত্র ক্লান্ত হয় না, কিন্তু মানুষের জন্য বিশ্রাম খুবই প্রয়োজন।

ফিচার ডেস্ক