এবার আইওয়াচে মেসেঞ্জার!
সেপ্টেম্বরে অ্যাপলের অনুষ্ঠানে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফেসবুক মেসেঞ্জারের নতুন আপডেট চালু হয়েছে অ্যাপল ওয়াচে। গত বৃহস্পতিবার ফেসবুক মেসেঞ্জারে একটি আপডেট আনা হয়েছে এবং আপডেটের কারণে মেসেঞ্জার আইওয়াচে চলা ছাড়াও আইওএস নাইনের ফিচারগুলোও সাপোর্ট করছে।
এর মধ্যে রয়েছে ইউনিভার্সাল সার্চ ও মাল্টিটাস্কিং। তবে মেসেজিং অ্যাপের এই ওয়াচ ভার্সনটি শুধু অ্যাপল ওয়াচের সর্বশেষ সফটওয়্যার ‘ওয়াচ ওএস ২’-তে কাজ করতে পারবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ওয়াচে মেসেঞ্জার ব্যবহার করা গেলেও এর সব সুবিধা নেওয়া যাবে না। বিল্ট-ইন মাইক্রোফোনের মাধ্যমে ভয়েস ক্লিপ পাঠানো, লাইক পাঠানো কিংবা স্টিকার পাঠানোর মতো ছোটখাটো কাজ করা যাবে শুধু। তবে এই ছোট যন্ত্রে এর থেকে বেশি আশাও করছে না ব্যবহারকারীরা!
তবে সীমাবদ্ধতা শুধু এতেই নেই। ফেসবুকের স্টিকার, অ্যানিমেটেড স্টিকার এবং অ্যানিমেটেড জিআইএফ সাপোর্ট করলেও ওয়াচ অ্যাপে সেটি স্থিরচিত্রের মতো দেখাবে। আর প্রথম দিন ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিক্রিয়াও খুব একটা ভালো মেলেনি। সবকিছু লোড হতে বেশি সময় নেওয়ায় বেশির ভাগ ব্যবহারকারী এখনো ফোন থেকেই মেসেঞ্জার ব্যবহার করাকে শ্রেয় মনে করছেন।
তবে একেবারেই কিছু না থাকার চেয়ে এই ভার্সন খুব খারাপ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর ধীরে ধীরে অ্যাপটি হয়তো তার সীমাবদ্ধতাগুলোও কাটিয়ে উঠবে বলেও তাদের ধারণা। গত মার্চে অ্যাপল ঘোষণা দিয়েছিল, আসল ফেসবুকের একটি অ্যাপ তৈরি করা হবে, যেটি এখনো আসেনি।
অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য ওয়াচে মেসেঞ্জার চালানো অবশ্য নতুন কিছু নয়। এই বছরের শুরুর দিকে চালু হওয়া অ্যানড্রয়েড ওয়্যার অ্যাপের মাধ্যমে অ্যানড্রয়েড ওয়াচ ব্যবহারকারীরা ভয়েস মেসেজ ও লাইক পাঠাতে পারছে।

ইশতি আহমেদ