৯ হাজার টাকায় মিলবে সিম্ফনির এইচডি স্মার্টফোন

বাজারে এলো সিম্ফনির স্মার্টফোন এইচ-২০ (xplorerH 20)। এর অন্যতম বৈশিষ্ট হলো পাঁচ ইঞ্চি নিখুঁত এইচডি ডিসপ্লে। তাই পর্দার সবকিছুই দেখা যায় উজ্জ্বল ও ঝকঝকে। বাজারে যেকোনো মোবাইল আউটলেটে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। দাম পড়বে মাত্র আট হাজার ৯৯০ টাকা।
আজ রোববার সকালে রাজধানীর ইস্টার্ন প্লাজার সিম্ফনি শোরুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এইচ-২০ স্মার্টফোন বাজারে ছাড়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিম্ফনির জেনারেল ম্যানেজার (বিপণন) জাহিদুল ইসলাম। এ ছাড়া সিম্ফনির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিম্ফনি এইচ-২০ স্মার্টফোনে আছে শক্তিশালী ১ দশমিক ৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও এক গিগাবাইট (জিবি) র্যাম। পেছনের ক্যামেরা পাঁচ মেগা পিক্সেল, সামনে দুই মেগা পিক্সেল। স্মার্টফোনটির নিজস্ব স্মৃতি (মেমোরি) আট জিবি। এটি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এইচ-২০ স্মার্টফোনটিতে রাখা হয়েছে হালনাগাদ অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম। এ ছাড়া ব্যবহার করা হয়েছে ২০০০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি।
সিম্ফনি এইচ-২০ স্মার্টফোনটিতে আরো আছে শব্দ ও কল রেকর্ডার, প্রচলিত সব ধরনের অডিও ও ভিডিও ফরমেট চালানোর সুবিধা, ওয়াইফাই ও ব্লুটুথ। এ ছাড়া ফোনটিকে মডেম হিসেবেও ব্যবহার করা যাবে।