এক হাজার কর্মী ছাঁটাই করবে ইয়াহু
ইয়াহু ইনকরপোরেশন তাদের কমপক্ষে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে পারে। এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে এ মাসেই। এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যবসাবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করতে পারে ইয়াহু। কর্মী ছাঁটাইয়ের জন্য ইয়াহুকে চাপ দিচ্ছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ভ্যালু এলপি। তবে এ নিয়ে ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঠান্ডা লড়াই চলছে।
ইয়াহুর মুখপাত্র রেবেকা নিউফ্লেড জানিয়েছেন, ‘এ মাসেই নিজেদের নতুন পরিকল্পনার ব্যাপারে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবে ইয়াহু।’
ইয়াহুতে ০.৭৫ শতাংশ শেয়ার রয়েছে স্টারবোর্ডের। ২০১৪ সাল থেকেই প্রতিষ্ঠানটিতে বড় ধরনের পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছে বিনিয়োগকারী এই প্রতিষ্ঠান। এশিয়ার ব্যবসাকে আলাদা করে দেওয়া এবং বেশকিছু সম্পদ নিলামে তোলার পক্ষপাতী তারা।
চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা গ্রুপ ও ইয়াহু জাপান করপোরেশনের সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় স্টারবোর্ড। তবে চাপ থাকলেও ইয়াহুর উচ্চপদ্স্থ কর্মকর্তারা এখনই এশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে চাইছেন না। এ জন্য সময় চাইছেন তাঁরা।

ফাহিম ইবনে সারওয়ার