স্মার্টফোনে ছোট্ট এই ছিদ্র কেন থাকে জানেন?

আপনি প্রতিদিন যে স্মার্টফোনটি ব্যবহার করেন, তার নকশায় এমন কিছু ছোট অথচ গুরুত্বপূর্ণ প্রযুক্তি লুকিয়ে আছে যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। এমন একটি বিষয় হলো ফোনের চার্জিং পোর্টের পাশে থাকা ছোট্ট একটি ছিদ্র। এটি দেখতে খুব সামান্য মনে হলেও, বাস্তবে এর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আপনার কল করার অভিজ্ঞতাকে অনেক উন্নত করে তোলে।
এই ছোট্ট ছিদ্রটি মূলত একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন । এটি প্রায় প্রতিটি আধুনিক স্মার্টফোনেই দেওয়া হয়। এর প্রধান কাজ হলো আপনার চারপাশের অবাঞ্ছিত আওয়াজ বা কোলাহল দূর করা।
কীভাবে এটি আপনার কলিং অভিজ্ঞতা উন্নত করে? আপনি যখন কারও সাথে কথা বলেন, তখন এই নয়েজ ক্যান্সেলেশন মাইকটি সক্রিয় হয়। এর মাধ্যমে:
স্পষ্ট কলিং: এটি আপনার চারপাশের শব্দের তীব্রতা পরিমাপ করে এবং কথা বলার সময় সেই কোলাহলকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে সাহায্য করে। এর ফলে আপনি শান্তভাবে ভালো মানের কল করতে পারেন।
উন্নত শ্রবণযোগ্যতা: এই ছিদ্রটির কারণেই আপনি প্রচুর শব্দের মধ্যেও কলে অন্য পক্ষের কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনতে পান।
স্পষ্ট ভয়েস ট্রান্সমিশন: শুধু আপনার শোনা নয়, এটি নিশ্চিত করে যে অন্য প্রান্তে থাকা ব্যক্তিও আপনার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছে, এমনকি আপনি যদি কোনো কোলাহলপূর্ণ জায়গায় থাকেন তবুও।
যদি কোনো স্মার্টফোনে এই বৈশিষ্ট্যটি না থাকে, তবে সেই ফোনে কথা বলা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। তাই, এই ছোট ছিদ্রটিকে সামান্য মনে করার বা এর কার্যকারিতাকে উপেক্ষা করার কোনো কারণ নেই। এই ছোট্ট অংশটিই আসলে আপনার দৈনন্দিন কলিং অভিজ্ঞতাকে নিরবচ্ছিন্ন এবং উচ্চ গুণমানের করে তোলে।