আবু ধাবিতে আশ্রয় নিয়েছেন ঘানি
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানি সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আশ্রয় নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।
তালেবান রাজধানী কাবুল দখলের পর আশরাফ ঘানি প্রতিবেশী দেশ উজবেকিস্তান বা তাজিকিস্তানে আশ্রয় নেবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু আজ সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আশরাফ ঘানি আবু ধাবিতে আশ্রয় নিয়েছেন।
গত রোববার আফগানিস্তানের সশস্ত্র ইসলামি গোষ্ঠী তালেবান রাজধানী কাবুলে প্রবেশের পর আশরাফ ঘানি চারটি গাড়ি ও হেলিকপ্টার ভর্তি অর্থ নিয়ে পালিয়ে যান। সেই সময় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম খবর দেয়, আফগান এই প্রেসিডেন্ট প্রথমে তাজিকিস্তানে পরে ওমানে চলে গেছেন।