আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণ : নিহত বেড়ে ১০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/09/irland-thum.jpg)
আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশন বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশজনে। বিস্ফোরণের পর আশপাশের মানুষজন ‘বেদনাকাতর হয়ে বসবাস করছে’। নিহতদের মধ্যে দুই কিশোর রয়েছে। শুক্রবার বিকেলে আইরিশ কাউন্টি ডোনেগালের ক্রিসলো গ্রামে একটি পেট্রোলপাম্পে এ ঘটনা ঘটে। আজ রোববার দেশটির গারদাই (আইরিশ পুলিশ) পুলিশের বরাতে সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।
আইরিশ পুলিশ বলেছে, নিহতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী, একটি কিশোর ছেলে ও মেয়ে এবং একটি ছোট মেয়ে আছে। এরা সবাই ক্রিসলো গ্রামের বা আশেপাশের এলাকার।
পুলিশ বলছে, শুক্রবারই তিনজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছিল। আর রাতে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে শনিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জনে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/10/09/irland-in.jpg)
রোববার গ্রামের সেন্ট মাইকেল চার্চে গণসমাবেশে যোগ দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁদের উদ্দেশে দশটি লাল বাতি জ্বালানো হয় এবং নিহতদের উদ্দেশে প্রার্থনা করা হয়।