ইউক্রেনীয় সেনার বুক থেকে তাজা গ্রেনেড অপসারণ করলেন চিকিৎসকেরা
ইউক্রেনে আহত এক সৈনিকের বুক থেকে অস্ত্রপচারের মাধ্যমে অবিস্ফোরিত গ্রেনেড সফলভাবে অপসারণ করা হয়েছে। দেশটির সামরিক চিকিৎসকেরা এই দাবি করেছেন। তারা বলেছেন, এই সপ্তাহের শুরুতে তাঁর বুক থেকে তাজা গ্রেনেডটি সফলভাবে সরিয়ে ফেলা হয়। খবর বিবিসির।
ইউক্রেনের সামরিক বাহিনীর ‘সবচেয়ে অভিজ্ঞ সার্জনদের একজন’ মেজর জেনারেল আন্দ্রি ভার্বা এই অস্ত্রপচার পরিচালনা করেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনীর মেডিকেল সার্ভিসের ফেসবুক পেজে সোমবার এ বিষয়টি জানানো হয়। সেখানে কিছু ছবি প্রকাশ করা হয়। একটি এক্স-রে ছবি প্রকাশ করা হয়েছে যেখানে ওই সেনার হৃদপিণ্ডের কাছে বিস্ফোরক দেখা যায়। অপর এক ছবিতে একজন চিকিৎসক অপারেশনের পর তা হাতে ধরে আছেন বলে দেখা যায়। পোস্ট অনুসারে, আহত সৈনিক এখন সুস্থতার পথে।
ওই পোস্টে বলা হয়েছে, অস্ত্রোপচারটি ইলেক্ট্রোকোয়াগুলেশন ব্যবহার না করেই করা হয়েছে। অস্ত্রোপচারের সময় রক্তপাত নিয়ন্ত্রণের জন্য বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করা হয়েছে, কারণ ‘গোলাবারুদ যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে।’
বিবিসির প্রতিবেদন বলছে, অস্ত্রোপচারের পরে গ্রেনেড নিষ্ক্রিয় করেছে বলে জানা গেছে। তবে কীভাবে গ্রেনেডটি ওই সেনার বুকে ঢুকেছিল, তা জানা যায়নি।
আরও জানানো হয়, এটি ছিল ভিওজি গ্রেনেড। এই গ্রেনেড প্রায় চার সেমি (এক দশমিক ছয় ইঞ্চি) দীর্ঘ এবং ৪০০ মিটার দূরত্বে ছোড়া যায়।