রুশ ধনীদের সুরক্ষায় ‘বোম শেল্টার’ নির্মাণের সিদ্ধান্ত পুতিনের
রাশিয়ার সবচেয়ে অভিজাত হাসপাতাল ‘মস্কো সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটাল’। এই হাসপাতালেই দেশটির ধনীরা চিকিৎসা নিয়ে থাকেন। তাদের সুরক্ষা দিতে হাসপাতালে নতুন করে একটি বোম শেল্টার (বোমার আঘাত থেকে রক্ষা পেতে আশ্রয়কেন্দ্র) তৈরির সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সরকারি ওয়েবসাইটের বরাতে আজ রোববার (৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
রাশিয়ার সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, মস্কো সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটালে একটি বোম শেল্টার তৈরির জন্য কর্তৃপক্ষ নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ এই আশ্রয়কেন্দ্র তৈরি করা হবে। এটি তৈরি করতে খরচ হবে তিন কোটি ৫০ লাখ রুবল (রাশিয়ার মুদ্রা) বা চার লাখ ৩১ হাজার মার্কিন ডলার।
রাশিয়ার স্থানীয় গণমাধ্যম দ্য মস্কো টাইমস বলছে, ধনী ব্যক্তিরা ছাড়াও রাশিয়ার শীর্ষস্থানীয় রাজনৈতিকরাও মস্কোর এই হাসপাতালে চিকিৎসা নেন। এমনকি, পুতিনও বেশ কয়েকবার চিকিৎসার জন্য এই হাসপাতালে গেছেন।
নতুন করে যে বোম শেল্টারটি তৈরি করা হবে, এতে আশ্রয় নিতে পারবেন ৮০০ মানুষ। এটি বোমার বিকিরণ থেকেও রক্ষা করবে আশ্রয়কারীদের। এই আশ্রয়কেন্দ্রের প্রবেশপথ রাখা হয়েছে কয়েকটি। আশ্রয়কেন্দ্রের বাইরে জরুরিভাবে যাওয়ার জন্য রাখা হয়েছে পথ। রাখা হয়েছে জরুরি চিকিৎসার জন্য ভেন্টিলেশন।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে সৈন্য পাঠায় রাশিয়া। এরপরেই দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। মূলত ইউক্রেনজুড়েই চলছে এই যুদ্ধ। তবে, রুশ ভূখণ্ডেও বেশ কয়েকটি হামলা হয়েছে বলে জানিয়েছে মস্কো। শুধুমাত্র গত মাসে মস্কোতে তিনবার ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে একটি হামলা চালানো হয়েছিল বলে দাবি ক্রেমলিনের। এসব হামলার জন্য কিয়েভকে দায়ী করা হলেও তা অস্বীকার করছে তারা। এসব হামলার পরেই বোম শেল্টার তৈরির এই সিদ্ধান্ত এলো।