ইকুয়েডরের কারাগারে ফের দাঙ্গা, নিহত ১০
ইকুয়েডরে কারাগারে ফের দাঙ্গা হয়েছে। শুক্রবার এই দাঙ্গায় ১০ জন নিহত হয়েছে। দেশটির রাজধানী কুইটোর কারাগার থেকে তিন শীর্ষ সন্ত্রাসীকে কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগারে স্থানান্তরে সরকারি সিদ্ধান্ত এলে এই দাঙ্গা শুরু হয়। এর আগে গত বছরেও দেশটির বিভিন্ন কারাগারে দাঙ্গায় অনেক বন্দি মারা যায়। খবর আলজাজিরার।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইকুয়েডর আটটি কারাগারে দাঙ্গার সম্মুখীন হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৪০০ বন্দিকে মারা গেছে। কারাগারে দাঙ্গা দেশটির জন্য নতুন চ্যালেঞ্জ।
এবার রাজধানী কুইটোর উত্তরে অবস্থিত আল ইনকা কারাগারে সহিংসতায় মারা গেল ১০ জন।
ফরেনসিক বিভাগের কর্মীরা নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করেছে জানিয়ে পুলিশ কমান্ডার ভিক্টর হেরারা সাংবাদিকদের বলেন, ‘প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন করায় কারাগারটি বর্তমানে নিরাপদ রয়েছে। শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়েছে।’
প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আসামিদের অন্য কারাগারে নেওয়াকে কেন্দ্র করে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। দুই আসামির একজন হলো লস লবোস অপরাধী চক্রের নেতা জনাথন বার্মুদেজ। সে আল ইনকা কারাগারে ছড়িয়ে পড়া আগের দাঙ্গার সঙ্গে জড়িত ছিল।’
অপর এক টুইটে প্রেসিডেন্ট কারাগার প্রাঙ্গণ ও করিডোরে দুই আসামির হাত বাধা ও মাথা নিচু করে থাকা ছবি পোস্ট করেন।