ইস্তাম্বুলে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার
ইস্তাম্বুলে বোমা হামলায় ৬ জন নিহত এবং ৮১ জন আহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু আজ সোমবার সংবাদ সংস্থাটিকে বলেন, আটককৃত ব্যক্তিই তুরস্কের সবচেয়ে বড় শহরের ব্যস্ত রাস্তাটিতে বোমাটি ফেলে রেখে গেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর আগে ইস্তিক্লাল এভিনিউতে হামলাকে 'বিশ্বাসঘাতক' হিসেবে বর্ণনা করে বলেন, 'এটিতে সন্ত্রাসবাদের গন্ধ পাওয়া যাচ্ছে।’
উল্লেখ্য, রোববার তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইস্তাম্বুল শহরের গভর্নর আলী ইয়ারলিকায়া এ তথ্য জানান।
তাকসিম স্কয়ার মূলত কেনাকাটা করার সড়ক হিসেবে পরিচিত। সেখানে লোকজনের ভিড় থাকে। বিস্ফোরণের পর সেখানকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।
বিস্ফোরণস্থল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স আসা–যাওয়া করছে। আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে।
ওই সড়কের দোকানিরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন। বিস্ফোরণের ঘটনাটি ওই এলাকার মানুষের কাছে বড় ধরনের ধাক্কা।