ওদেসায় বহুতল ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/01/odesa.jpg)
ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দরের ওদেসায় একটি নয়তলা অ্যাপার্টমেন্ট ভবনে একটি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা আজ শুক্রবার ভোরে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
ওদেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক তাঁর টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ‘একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে হামলার ফলে মৃতের সংখ্যা এখন ১০ জনে দাঁড়িয়েছে।’
সেরহি ব্রাচুক ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে আরও জানান, এ হামলার তিন শিশুসহ আরও সাত জন আহত হয়েছে।
তিনি বলেন, ‘একটি দল এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে। ভবনটির একটি অংশ ধসে পড়েছে। কিছু লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।’
সেরহি ব্রাচুক আরও বলেন, আরেকটি ক্ষেপণাস্ত্র ওদেসার একটি রিসোর্টে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/01/capture_1.jpg)
তবে, বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এ হামলার ঘটনার বিস্তারিত নিশ্চিত করতে পারেনি।