কাবায় প্রশান্তির বৃষ্টি (ভিডিও)
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালনরত মুসলমানরা অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত উপহার পেয়েছেন। সোমবার (১০ এপ্রিল) ভোরে মক্কায় মসজিদুল হারামে (কাবা) বৃষ্টি হয়, যা ছিল ওমরাহ পালনকারীদের জন্য আনন্দের একটি মুহূর্ত।
মক্কা অঞ্চলিক অফিসের টুইটার পেজে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ওমরাহকারীদের কেউ কাবা প্রদক্ষিণের মাধ্যমে তাওয়াফ করছেন, কেউ আবার কাবাকে সামনে রেখে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে প্রার্থনা করছেন।
এদিকে, আবহাওয়া পরিস্থিতির কারণে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তা ও জরুরি পরিষেবা সংস্থাগুলো ছুটে এসে ব্যবস্থা নেয়।
রমজান মাসে ওমরাহ পালনের জন্য লাখো মুসলমান মক্কায় জড়ো হন। এ বছর সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ২৩ মার্চ, যা শেষ হবে ২১ এপ্রিল।